বগুড়ায় পিকআপ চাপায় প্রাণ গেল দুজনের

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ জুন ২০২০, ১১:০১
অ- অ+

বগুড়া সদরে একটি পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে বসে থাকা দুজনকে চাপা দিলে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

শনিবার সকাল সাড়ে ৭টায় সদরের মাটিডালী-বনানী সড়কে খামারকান্দি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দেলওয়ার হোসেন (৪৫) ও দুলাল মিয়া (৪৫)। তাদের বাড়ি বগুড়া সদরের খামারকান্দি এলাকায়।

নারুলী পুলিশ ফাঁড়ির কর্মকর্তা জামিলুর রহমান জানান, আইসক্রিম সামগ্রী নিয়ে একটি পিকআপ মুন্সীগঞ্জ থেকে নীলফামারী যাচ্ছিল। নিহত দুজন খামারকান্দিতে দ্বিতীয় বাইপাসের পাশে বসে গল্প করছিলেন। খামারকান্দিতে এসে ট্রাকের চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাদের চাপা দেন। এতে ঘটনাস্থলেই তারা মারা যান। ট্রাকটি খাদে পড়ে যায়।

দুর্ঘটনার পরপরই উল্টে যাওয়া পিকআপের ভেতর থেকে চালক-হেলপার বের হয়ে পালিয়ে যান। পরে পুলিশ দুর্ঘটনাস্থলে গিয়ে পিকআপটি আটক করে।

(ঢাকাটাইমস/০৬জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা