কালিয়াকৈরে করোনায় পৌরসভার প্যানেল মেয়রের মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৯ জুন ২০২০, ২৩:০৪
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈর পৌরসভার (৭, ৮, ৯) নং ওয়ার্ডের সংরক্ষিত আসনের কাউন্সিলর ও প্যানেল মেয়র হাজেরা বেগম (৫৫) কোভিড-১৯ আক্রান্ত হয়ে মারা গেছেন।

কালিয়াকৈর পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম তালুকদার জানান, গত রবিবার ঢাকার ইউনাইটেড হাসপাতালে হাজেরার করোনাভাইরাস পরীক্ষায় পজিটিভ আসে। পরে তাকে আনোয়ার খান মডার্ন হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তার অবস্থার অবনতি হলে সোমবার তাকে জাপান-বাংলাদেশ ফ্রেন্ডশিপ হাসপাতালে নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টার দিকে তিনি মারা যান। এই নিয়ে কালিয়াকৈরে কোভিড-১৯ আক্রান্ত হয়ে চারজনের মৃত্যু হলো।

কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, এ পর্যন্ত কারিয়াকৈরে ১৮৬ জন কোভিড-১৯ আক্রান্ত হয়েছে। তার মধ্যে সুস্থ হয়েছে ৩৪ জন।

(ঢাকাটাইমস/৯জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মানিকগঞ্জের সাবেক এমপি মমতাজ গ্রেপ্তার
কুষ্টিয়া-মেহেরপুর আঞ্চলিক মহাসড়কে অনিয়মের প্রমাণ পেল দুদক
কোতয়ালী এলাকায় বিশেষ অভিযান, মাদক কারবারিসহ গ্রেপ্তার ১৫
ফরিদপুরে মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা