ঝিনাইদহে তুচ্ছ ঘটনায় একজন খুন

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ জুন ২০২০, ২৩:২৮
অ- অ+

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে আমিরুল ইসলাম (৪৫) নামের একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শুক্রবার রাতে দৌলতপুর মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত আমিরুল ইসলাম ওই গ্রামের মৃত জবেদ বিশ্বাসের ছেলে।

নিহতের স্বজন পান্নু মন্ডল জানান, কয়েকদিন আগে দৌলতপুর গ্রামের সামসুল ইসলামের ছেলে শাহিনের নিকট থেকে একটি ছাগল কেনেন আমিরুল ইসলামের ফুপাতো বোন জামায় বিশারত আলী। এ নিয়ে দুদিন আগে ক্রেতা বিশারত ও বিক্রেতা শাহিন হোসেনের মাঝে বাক-বিতণ্ডা হয়। বিষয়টি ওই দিন আমিরুল ইসলাম মিটিয়ে দেন। শুক্রবার সকালে শালিস নিয়ে আমিরুল ইসলামের সঙ্গে শাহিনের কথা-কাটাকাটি হয়। এরই জের ধরে রাতে বাজার থেকে বাড়ি ফেরার পথে আমিরুলকে কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় শাহিন।সেখান থেকে তাকে উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কালীগঞ্জ থানার ওসি মাহফুজুর রহমান মিয়া বিষয়টি নিশ্চিত করে বলেন, আমিরুল নামের একজনকে প্রতিপক্ষরা কুপিয়ে হত্যা করেছে। ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

(ঢাকাটাইমস/১২জুন/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা