তিন অতিরিক্ত সচিব পদে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৭ জুন ২০২০, ০০:০৫| আপডেট : ১৭ জুন ২০২০, ০৮:৪৮
অ- অ+

প্রশাসনে অতিরিক্ত সচিব পদমর্যাদার তিন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপন সূত্রে এই তথ্য জানা গেছে।

বাংলাদেশ পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন ট্রেনিং সেন্টার (বিপিএটিসি), সাভার, ঢাকার এমডিএস (অতিরিক্ত সচিব) মো. নাসিরউদ্দিন আহমেদকে গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

স্থানীয় সরকার বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ ইব্রাহীমকে ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব করা হয়েছে।

অভ্যন্তরীণ সম্পদ বিভাগে সংযুক্ত অতিরিক্ত সচিব মুহাম্মদ নুরুল আবসারকে অভ্যন্তরীণ সম্পদ বিভাগের অতিরিক্ত সচিব করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের পৃথক প্রজ্ঞাপনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী জাতীয় পর্যায়ে সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষে গঠিত কমিটিকে সহায়তা প্রদানের জন্য মন্ত্রিপরিষদ বিভাগে সংযুক্তিতে থাকা মোহাম্মদ এমদাদ উল্লাহ মিয়ানকে স্থানীয় সরকার বিভাগের পরিবীক্ষণ, মূল্যায়ন ও পরিদর্শন ইউনিটের মহাপরিচালক করা হয়েছে।

(ঢাকাটাইমস/১৭জুন/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
নরসিংদীতে নির্মাণাধীন কারখানায় হামলা, যুবদল নেতা গ্রেপ্তার
সোমবার ঢাকা ও নারায়ণগঞ্জের যেসব এলাকায় ১১ ঘণ্টা গ্যাস বন্ধ থাকবে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা