ঈশ্বরগঞ্জে গৃহবধূকে হত্যার অভিযোগ

ময়মনসিংহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ জুন ২০২০, ২৩:৩৭
অ- অ+

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ইয়াসমিন আক্তার (২১) নামে এক গৃহবধূকে হত্যা করে মরদেহ বসতঘরে ঝুলিয়ে রাখার অভিযোগ উঠেছে। সোমবার দুপুরে ওই গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে পুলিশ।

নিহত গৃহবধূ উপজেলার রাজিবপুর ইউনিয়নের ভবানীপুর গ্রামের নূরুল ইসলামের মেয়ে।

এর আগে রবিবার রাতে শ্বশুড়বাড়ি থেকে ওই গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহতের পরিবারের অভিযোগ, মেয়েকে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে।

নিহত গৃহবধূর পরিবার সূত্রে জানা যায়, দুই বছর আগে ইয়াসমিন আক্তারের বিয়ে হয় মগটুলা ইউনিয়নের বানাশ্রম গ্রামের রুস্তম আলীর ছেলে হেলাল উদ্দিনের (২৫) সাথে। বিয়ের পরপরই টাকার জন্য ইয়াসমিনকে নির্যাতন করত হেলাল। এই অবস্থায় মাসখানেক ধরে বাবার বাড়িতে অবস্থান করছিল ইয়াসমিন। গত শনিবার রাতে বাবার বাড়ি থেকে শ^শুরবাড়িতে আসে ইয়াসমিন। পরে রবিবার রাতে ঘরে ঝুলন্ত মরদেহ পাওয়া যায় ইয়াসমিনের।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোখলেছুর রহমান আকন্দ বলেন, মৃত্যুর সঠিক কারণ সম্পর্কে নিশ্চিত হতে মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে পেলেই বলা যাবে কিভাবে মৃত্যু হয়েছে।

(ঢাকাটাইমস/২২জুন/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ধেয়ে আসছে বৃষ্টিবলয় ‘ঝংকার’, জানুন কতদিন সক্রিয় থাকবে
আজ আবারও শাহবাগ ব্লকেড
শুভ বুদ্ধপূর্ণিমা আজ
যুদ্ধবিরতিকে পাকিস্তানের ঐতিহাসিক বিজয় বললেন শাহবাজ শরিফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা