করোনায় আক্রান্ত বিএমএ সভাপতি ডা. মোস্তফা জালাল, এফডিএসআরের দোয়া কামনা

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ জুন ২০২০, ১৫:২২| আপডেট : ২৩ জুন ২০২০, ১৯:৪৪
অ- অ+

মহামারি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ও সাবেক সাংসদ ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন। বর্তমানে তিনি রাজধানীর ল্যাবএইড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শুরুতে তাকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয়েছিল। পরে সেখান থেকে মঙ্গলবার দুপুরে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। মঙ্গলবার দুপুরে একথা জানা গেছে।

সোমবার রাতে ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের জ্বরসহ করোনা উপসর্গ দেয়া দেয়। তার শ্বাসকষ্টও বৃদ্ধি পেতে থাকে। পরে তাকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। সেখানে পরীক্ষায় তার করোনাভাইরাসের রিপোর্ট পজেটিভ আসে।

এর আগে গতকাল বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সভাপতি ডা. মোস্তফা জালাল মহিউদ্দিন এবং মহাসচিব মো. ইহতেশামুল হক চৌধুরী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, রাজধানীসহ সারা দেশে চিকিৎসক, নার্স ও অন্যান্য স্বাস্থ্যকর্মীসহ করোনায় আক্রান্তের সংখ্যা সাড়ে তিন হাজার ছাড়িয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক এক হাজার ৯৭ জন, নার্স ৯৫৭ জন এবং অন্যান্য স্বাস্থ্যকর্মী এক হাজার ৪৬০ জন রয়েছেন। প্রাণ হারিয়েছেন ৪৫ চিকিৎসক।

এদিকে চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস সেফটি, রাইটস এন্ড রেস্পন্সিবিলিটিজের (এফডিএসআর) চেয়ারম্যান অধ্যাপক ডা. আবুল হাসনাৎ মিল্টন এবং মহাসচিব ডা. শেখ আব্দুল্লাহ আল মামুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে করোনা আক্রান্ত বিএমএ সভাপতি ও আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য ডা. মোস্তফা জালাল মহিউদ্দিনের আশু রোগমুক্তি কামনা করে সবাইকে দোয়া করার আহ্বান জানিয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমানে তার অক্সিজেন সেচ্যুরেশন ভালো আছে। শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে।

এফডিএসআরের যুগ্ম-মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী ঢাকাটাইমসকে বলেন, ‘মোস্তফা জালাল মহিউদ্দিনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছিল। পরে তাকে মঙ্গলবার দুপুরে ল্যাবএইড হাসপাতালে নেওয়া হয়। এখন তিনি সেখানে চিকিৎসাধীন আছেন। তার শারীরিক অবস্থা ভালো।’ তিনি বলেন, ‘দেশের বিশিষ্ট এই চিকিৎসকের দ্রুত সুস্থতা কামনা করছি। তার জন্য আমরা আল্লাহ দরবারে সবাইকে দোয়া করার জন্য আহ্বান জানিয়েছি।’

(ঢাকাটাইমস/২৩জুন/এসকেএস/বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ হাসিনার বিরুদ্ধে বিদ্যুৎকেন্দ্র দুর্নীতি মামলা: হাইকোর্টের রায় নিয়ে দুদকের লিভ টু আপিলের শুনানি ১৫ জুলাই
আটক নুসরাত ফারিয়াকে নেওয়া হচ্ছে ডিবিতে, গ্রেপ্তার দেখানোর বিষয়ে সিদ্ধান্ত হয়নি
শাকিবের ‘তাণ্ডব’ ফোরকাস্টেই কাঁপছে ঢালিউড
সিরাজগঞ্জে নারীকে ডেকে এনে ‘দলবেঁধে ধর্ষণ’, গ্রেপ্তার ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা