এক যুগেও হয়নি ব্রিজ, চলাচলে দুর্ভোগ

খোরশেদ আলম, শেরপুর
| আপডেট : ২৬ জুন ২০২০, ১৪:৪৩ | প্রকাশিত : ২৬ জুন ২০২০, ১২:৪০

শেরপুরের ঝিনাইগাতী উপজেলার সুরিহাড়া, বালিয়াচন্ডী রাস্তার কোনাগাঁও কাটাখালী নদীর উপর ব্রিজ না থাকায় চলাচলে মানুষকে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। জানা গেছে, দেশ স্বাধীনের পর এলজিইডি এ নদীর উপর একটি ব্রিজ নির্মাণ করে। ২০০৮ সালে পাহাড়ি ঢলে ব্রিজটি বিধ্বস্ত হয়। এরপর এক যুগেও প্রশাসনের পক্ষ থেকে ব্রিজটি পুণ:নির্মাণের কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।

স্থানীয় বাসিন্দাদের পক্ষ থেকে বিধ্বস্ত ব্রিজের পাশ দিয়ে একটি বাঁশের সাঁকো তৈরি করে শিক্ষার্থীদের পারাপারের ব্যবস্থা করা হলেও এ সাঁকোতে পারাপার হতে গিয়ে মাঝে মধ্যেই ঘটছে দুর্ঘটনা।

তবে উপজেলা প্রকৌশলী মোজাম্মেল হক জানান, ওই ব্রিজ নির্মাণের বিষয়ে ডিজাইনের কাজ চলছে। তা সম্পন্ন হলেই নির্মাণ কাজ করা হবে।

দরিকালিনগর গ্রামের সুরুজ আলী, কাটাখালী গ্রামের আব্দুল আজিজ, কোনাগাঁও গ্রামের আবুল কালামসহ গ্রামবাসীরা জানায়, এ পথে কান্দুলী, বালিয়াচন্ডী, কোচনীপাড়া, জগৎপুর, মালিঝিকান্দা, জড়াকুড়া, পাইকুড়া, দড়িকালীনগর, সারিকালিনগর, সুড়িহাড়া, পাগলারমুখ, সালধা, বেলতৈলসহ প্রায় ১৫টি গ্রামের লোকজন যাতায়াত করে। ব্রিজ নির্মাণের অভাবে স্কুল, মাদ্রাসার শিক্ষার্থীদের পারাপারে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। এছাড়া এসব এলাকায় উৎপাদিত কৃষিপণ্য ও গবাদি পশু পারাপারে চরম বিড়ম্বনার শিকার হতে হচ্ছে কৃষকদের।

এ বিষয়ে ঝিনাইগাতী সদর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোফাজ্জল হোসেন চাঁন জানান, এখানে একটি ব্রিজ নির্মাণের বিষয়ে উপজেলা উন্নয়ন ও সমন্বয় কমিটির সভায় বিভিন্ন সময় আলোচনা হয়েছে। আশ্বাসও পাওয়া গেছে। কিন্তু আজো তা বাস্তবায়িত হয়নি।

ঢাকাটাইমস/২৬জুন/পিএল

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বাংলাদেশ এর সর্বশেষ

সাতক্ষীরায় কাঠবোঝাই ট্রলির চাপায় বাবা-ছেলে নিহত

পাটগ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে চালক-হেলপার নিহত

শ্রীপুরে ফ্ল্যাট থেকে স্বামী-স্ত্রীর মরদেহ উদ্ধার

দিনাজপুরে পেট্রল পাম্পে আগুন, জনতার হামলায় আহত ফায়ারের দুই কর্মীসহ ৪

চাঁদপুরে জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার, আদালতে সোপর্দ

টেকনাফে টমটমচালক হত্যার রহস্য উন্মোচন, মূল হোতাসহ গ্রেপ্তার ৬

সাঁথিয়ায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা আত্মসাৎ, গ্রেপ্তার তিন কর্মকর্তা

৬ লাখ মেট্রিক টন ইলিশ উৎপাদনের সম্ভাবনা দেখছেন চাঁদপুর জেলা মৎস কর্মকর্তা

হাতিয়ায় ডুবে যাওয়া জাহাজের ১১ নাবিক উদ্ধার, একজন নিখোঁজ

এই বিভাগের সব খবর

শিরোনাম :