দিনাজপুরে ওসিসহ ২৫ জন করোনায় আক্রান্ত

দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এবং এক ওষুধের দোকানের ফার্মাসিস্টসহ জেলায় নতুন করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩৭ জন।
দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে জেলার ১২৫টি করোনা নমুনা পরীক্ষা করে ২৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।
নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুর ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম এবং শহরের একটি ওষুধের দোকানের এক ফার্মাসিস্টসহ জেলা সদরে সাতজন, বিরামপুরে ১১ জন, পার্বতীপুরে দুজন, বীরগঞ্জে একজন, ঘোড়াঘাটে একজন, বিরলে একজন, বোচাগঞ্জে একজন এবং হাকিমপুরে একজন রয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৭ জন। আর এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২ জনের।
করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে আরো ১৮ জনের। বুধবার আটজনসহ জেলায় করোনা রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৪১ জন।
(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

মন্তব্য করুন