দিনাজপুরে ওসিসহ ২৫ জন করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক, দিনাজপুর
  প্রকাশিত : ০১ জুলাই ২০২০, ২২:২৬
অ- অ+

দিনাজপুর ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিরুল ইসলাম এবং এক ওষুধের দোকানের ফার্মাসিস্টসহ জেলায় নতুন করে ২৫ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনায় মোট আক্রান্তের সংখ্যা ৬৩৭ জন।

দিনাজপুর জেলা সিভিল সার্জন ডা মো. আব্দুল কুদ্দুস এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, এম আব্দুর রহিম মেডিকেল কলেজ পিসিআর ল্যাবে জেলার ১২৫টি করোনা নমুনা পরীক্ষা করে ২৫ জনের রিপোর্ট পজেটিভ এসেছে।

নতুন করে করোনায় আক্রান্তদের মধ্যে দিনাজপুর ঘোড়াঘাট থানার ওসি আমিরুল ইসলাম এবং শহরের একটি ওষুধের দোকানের এক ফার্মাসিস্টসহ জেলা সদরে সাতজন, বিরামপুরে ১১ জন, পার্বতীপুরে দুজন, বীরগঞ্জে একজন, ঘোড়াঘাটে একজন, বিরলে একজন, বোচাগঞ্জে একজন এবং হাকিমপুরে একজন রয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট করোনা আক্রান্তের সংখ্যা ৬৩৭ জন। আর এ পর্যন্ত জেলায় করোনা আক্রান্ত হয়ে মোট মৃত্যু হয়েছে ১২ জনের।

করোনার উপসর্গ নিয়ে এ পর্যন্ত জেলায় মৃত্যু হয়েছে আরো ১৮ জনের। বুধবার আটজনসহ জেলায় করোনা রোগী এ পর্যন্ত সুস্থ হয়েছে ৩৪১ জন।

(ঢাকাটাইমস/১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভাঙ্গা সার্কেল অফিস ও ভাঙ্গা থানা পরিদর্শন করলেন ডিআইজি রেজাউল করিম মল্লিক
বাংলাদেশে জাপানের সহযোগিতা আরও বাড়াতে প্রধান উপদেষ্টার আহ্বান
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে দুই ভাইয়ের মৃত্যু 
ক্যানসার আক্রান্ত শহীদ পরিবারের সন্তান ও নির্যাতিত ছাত্রদল নেতার পাশে দাঁড়ালেন তারেক রহমান
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা