মাগুরায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৩ জুলাই ২০২০, ১৯:৩২
অ- অ+

মাগুরা শহরের নতুন বাজার সাহাপাড়া এলাকায় ফাল্গুনি অধিকারী (১৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার বেলা ১১টার দিকে তার লাশ উদ্ধার করা হয়। এ ঘটনার পর থেকে নিহতের স্বামী শুভ অধিকারী পালাতক রয়েছেন।

নিহত গৃহবধুর বাবা অশোক অধিকারীর অভিযোগ, এক বছর আগে তার মেয়ে ফাল্গুনির বিয়ে হয়। বিয়ের পর থেকে বিভিন্ন সময় মেয়ের স্বামী, শাশুড়ি ও পরিবারের অন্যান্য সদস্যরা তার উপর নানাভাবে অত্যাচার নির্যাতন করতেন। শুক্রবার সকালে তার মেয়েকে হত্যা করে গলায় দড়ি দিয়ে ঝুলিয়ে রেখেছে তার স্বামী শুভ ও তার পরিবারের সদস্যরা। তিনি এর সুষ্ঠু বিচারের দাবি জানান।

মাগুরা সদর সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব বলেন, ‘ওই গৃহবধূর মৃত্যুর খবর পেয়ে আমরা ওই এলাকায় গিয়ে লাশ উদ্ধার করি। লাশের গলায় দড়ি দিয়ে ফাঁস দেওয়া ছিল। তবে নিহতের বাবার বাড়ির পক্ষ থেকে এটিকে পরিকল্পিত হত্যাকাণ্ড বলে দাবি করা হয়েছে। বিষয়টিকে মাথায় রেখে আমরা লাশ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছি।’

তিনি জানান, এ ঘটনায় মাগুরা সদর থানায় মামলা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ঢাকাটাইমস/৩জুলাই/পিএল

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা