তানোরে করোনায় আক্রান্ত আরও ছয়জন

তানোর (রাজশাহী) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২২:৫১
অ- অ+

রাজশাহীর তানোরে নতুন করে তিন নারীসহ ছয়জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় মোট করোনায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৩ জনে।

শনিবার রাতে বিষয়টি নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রোজি আরা খাতুন।

এদিকে নতুন করে তিন নারীসহ ছয়জনের করোনা শনাক্তের রিপোর্ট পাওয়ার পরপরই তাদের বাড়ি লকডাউন ঘোষণা করেছে উপজেলা প্রশাসন।

নতুন করে করোনা শনাক্ত হওয়া ব্যক্তিরা হলেন, উপজেলার গোল্লাপাড়া এলাকার রাশিদা (৩৭), সাদিকুল ইসলাম (২৫), সোনালী (৩৫), সিন্দুকাই এলাকার রফিকুল ইসলাম (৫৮), মথুরাপুর এলাকার সুলতানা (৫৮) ও কালিগঞ্জ এলাকার আরিফুল হোসেন। এরা সবাই তানোর পৌর এলাকার বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, নতুন করে করোনা শনাক্ত হওয়া ওই ছয়জন গত ২ জুলাই পৃথকভাবে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাদের শরীর থেকে নমুনা সংগ্রহ করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ল্যাবে পাঠানো হয়। শনিবার রাতে ওই তিন নারীসহ ছয়জনের নমুনার রিপোর্ট পজিটিভ আসে।

তানোর উপজেলার কোভিডে আক্রান্তের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৩ জন। আক্রান্তদের মধ্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা সপরিবারে বগুড়া একটি বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালে ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এক উপসহকারী চিকিৎসক চিকিৎসাধীন রয়েছেন। আর অন্যরা সকলেই হোম আইসোলেশনে আছেন।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা