ফরিদপুরে ছুরিকাঘাতে যুবক নিহত

ফরিদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ জুলাই ২০২০, ২৩:১৯
অ- অ+

ফরিদপুর শহরের চকবাজার এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে। শনিবার রাত সাড়ে ৮টার দিকে এই ঘটনা ঘটে। হত্যার সাথে জড়িত দুজনকে স্থানীয়রা আটক করে পুলিশে সোপর্দ করেছে।

নিহত যুবকের নাম মিজানুর রহমান বাচ্চু(৪৮)। তিনি শহরের পূর্ব খাবাসপুর মহল্লার লঞ্চঘাটা এলাকার রমযান আলী খানের ছেলে। নিহত বাচ্চু তাবলিগ করতেন।

হত্যাকারী সন্দেহে আটক দুজন হলেন- শরীফ ও হাবিব।

নিহত বাচ্চুর ভাগিনা আরাফাত জানান, মামা এশার নামাজ পড়তে মসজিদে যাচ্ছিলেন। তখন কয়েকজন যুবক মামাকে ছুরি দিয়ে উপর্যপুরি কুপিয়ে আহত করে।

স্থানীয়রা দেখতে পেয়ে এগিয়ে এসে দুই যুবককে আটক করে পুলিশে সোপর্দ করেছে। হাসপাতালে নেয়ার আগেই মামার মৃত্যু হয়েছে।

তিনি আরো জানান, মামার সাথে আগে এই যুবকদের কথা কাটাকাটি হয়েছিল, তার প্রতিশোধ নিতেই মামাকে কুপিয়ে হত্যা করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার জামাল পাশা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, দুজন হত্যাকারীকে স্থানীয়রা আটক করে পুলিশের কাছে সোপর্দ করেছে। প্রাথমিকভাবে জানা গেছে হত্যার সাথে তিনজন জড়িত ছিল।

তিনি আরো জানান, পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। রবিবার সকালে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।

এই ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোতয়ালি থানায় হত্যা মামলার প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা