গাজীপুরে বিলে ডুবে তিন তরুণের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ জুলাই ২০২০, ২০:১৮
অ- অ+

গাজীপুর সিটি করপোরেশনের কোনাবাড়ীর বাইমাইল এলাকায় গভীর বিলে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই শিক্ষার্থীসহ তিন তরুণের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল তাদের মরদেহ উদ্ধার করে। একসঙ্গে তিন তরুণ নিহত হওয়ায় এলাকায় বইছে শোকের মাতম। ঘটনাস্থলে ভিড় করেছেন শতশত এলাকাবাসী।

নিহতরা হলেন, কোনাবাড়ী পূর্বপাড়া এলাকার শহিদুল ইসলামের ছেলে রনি, একই এলাকার কামরুল ইসলামের ছেলে সাব্বির ও কিতাব আলীর ছেলে স্বাধীন। নিহত স্বাধীন কোনাবাড়ির মর্ণিং সান স্কুল থেকে এবার এসএসসি পরীক্ষা দিয়েছে। আর রনি কোনাবাড়ি জেনুইন রেসিডেন্সিয়াল কলেজে দ্বাদশ শ্রেণিতে পড়তেন।

এলাকাবাসীর বরাত দিয়ে স্থানীয় কাউন্সিলর আব্বাছ উদ্দিন খোকন জানান, রবিবার দুপুরে বাইমাইল এলাকায় একটি বিলে ওই তিন তরুণসহ পাঁচ-ছয়জন গোসলে নামেন। গোসলের এক পর্যায়ে রনি, সাব্বির ও স্বাধীন নিখোঁজ হয়ে যায়।

স্থানীয়রা খোঁজাখুঁজি করে না পেয়ে ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেয়। পরে বিকালে গাজীপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল বিল থেকে তিনজনের মরদেহ উদ্ধার করে।

(ঢাকাটাইমস/৫জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পরকীয়া প্রেমিকা নিয়ে কাঠমান্ডু যাচ্ছিলেন ইমন, ঠেকাতে এয়ার ট্রাফিক কন্ট্রোলকে ফেক কল দেন মা
ফেনীতে রান্নাঘরে সাপের কামড়ে গৃহবধূর মৃত্যু
সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
মিটফোর্ড হত্যার বিচার দ্রুততম সময়ে হবে: আইন উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা