রাজশাহীতে করোনায় একজনের মৃত্যু

ব্যুরো প্রধান, রাজশাহী
  প্রকাশিত : ০৬ জুলাই ২০২০, ২২:৩০| আপডেট : ০৬ জুলাই ২০২০, ২৩:০৬
অ- অ+

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজন কোভিড-১৯ রোগীর মৃত্যু হয়েছে। তার নাম শহিদুল ইসলাম (৩৬)। রাজশাহী মহানগরীর এয়ারপোর্ট থানার ভোলাবাড়ি এলাকায় তার বাড়ি। বাবার নাম সব্দর আলী।

শহিদুল ইসলাম রামেক হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন। সোমবার রাত সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়। রামেক হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, করোনা পজিটিভ অবস্থায় গত ২ জুন শহিদুল রামেক হাসপাতালে ভর্তি হন। এ সময় তাকে হাসপাতালের ২৯ নম্বর ওয়ার্ডে রাখা হয়। পরে তার শারীরিক অবস্থার অবনতি হলে আইসিইউতে নেয়া হয়। সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করলেন।

ডা. সাইফুল ফেরদৌস জানান, শহিদুল ইসলামের মৃত্যুর বিষয়টি কোয়ান্টাম ফাউন্ডেশনকে অবহিত করা হয়েছে। তারা স্বাস্থ্যবিধি মেনে মরদেহ দাফনের ব্যবস্থা করবে।

স্বাস্থ্য বিভাগের হিসাবে রাজশাহীতে এ নিয়ে করোনায় ১৩ জনের মৃত্যু হলো। সোমবার সন্ধ্যা পর্যন্ত রাজশাহীতে ১ হাজার ২০৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১৬৫ জন।

(ঢাকাটাইমস/৬জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা