১৫ আনসার ব্যাটালিয়ন অধিনায়কের আইসোলেশন সেন্টার পরিদর্শন

চট্টগ্রাম ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৭ জুলাই ২০২০, ২৩:২৭
অ- অ+

চট্টগ্রামের বোয়ালখালী শিক্ষা ও সাংস্কৃতিক উন্নয়নমূলক সংস্থা ট্যালেন্টের উদ্যোগে মঙ্গলবার সকালে পিপিই ও সুরক্ষা সামগ্রী বিতরণ হয়েছে। পটিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাবেদের কার্যালয়ে তার সভাপতিত্বে এই অনুষ্ঠান হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ১৫ আনসার ব্যাটালিয়ন অধিনায়ক এএসএম আজিম উদ্দিন।

এই অনুষ্ঠানের আগে প্রধান অতিথি জাতীয় সংসদের হুইপ কর্তৃক প্রতিষ্ঠিত পটিয়া উপজেলা হাসপাতালের করোনা আইসোলেশন সেন্টার পরিদর্শন করেন।

হুইপ শামশুল হক চৌধুরী এমপি পটিয়া হাসপাতালে আইসোলেশন সেন্টার প্রতিষ্ঠা করায় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে প্রধান অতিথি বলেন, করোনায় মানুষ বাঁচাতে হলে সরকারের পাশাপাশি সব সামাজিক মানবিক সেবামূলক প্রতিষ্ঠানকে এগিয়ে আসতে হবে। চট্টগ্রাম-কক্সবাজারের রেড জোনের মানুষদের লকডাউন ও স্বাস্থ্যবিধি শতভাগ মেনে চলার আহ্বান জানান তিনি।

আজিম উদ্দিন বলেন, তাদের লকডাউন মেনে চলার কারণে এই দুই জেলায় গত কয়েকদিনের মৃত্যু সংখ্যা জিরো, সংক্রমণ হার সর্বনিম্নে নেমে এসেছে। একান্ত বিনয়ের সঙ্গে বলছি, পবিত্র কোরবানির ঈদ পর্যন্ত এভাবে সুরক্ষা স্বাস্থ্যবিধি মানতে পারলে আমরা শিগগির সুন্দর বাংলাদেশের স্বপ্ন দেখতে পারবো।

(ঢাকাটাইমস/৭জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
হামদর্দ বাংলাদেশের বোর্ড অব ট্রাস্টিজের সভা অনুষ্ঠিত
পাবনা-ঢাকা সরাসরি এক্সপ্রেস ট্রেন চালুর দাবিতে মানববন্ধন
নড়াইলে পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু
মিটফোর্ডে ব্যবসায়ী খুন: ডিবির অভিযানে আরও দুইজন গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা