‘বরিশাল কলেজের নাম পরিবর্তন হলে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে’

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১১ জুলাই ২০২০, ২২:৫১
অ- অ+

সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে বরিশাল নগরীতে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়েছে। এ সময় কলেজের প্রাক্তন, বর্তমান শিক্ষার্থীসহ জেলা ও মহানগর ছাত্রলীগ, যুবদলসহ সর্বস্তরের ছাত্রসমাজ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশে অংশ নেন।

শনিবার বেলা সোয়া ১১টায় নগরীর সদররোডে মহাত্মা অশ্বিনী কুমার দত্ত টাউন হলের সামনের সড়কে এ কর্মসূচি বাস্তবায়ন হয়। বরিশাল জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাজিব হোসেন খানের সঞ্চলনায় মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সরকারি বরিশাল কলেজ ছাত্র সংসদের সাবেক ভিপি ও বরিশাল মহানগর আওয়ামী লীগের সভাপতি একেএম জাহাঙ্গীর।

জাহাঙ্গীর তার বক্তব্যে বলেন, বরিশাল জেলা প্রশাসক কার স্বার্থে ‘সরকারি বরিশাল কলেজের’ নাম পরিবর্তন করে ‘মহাত্মা অশ্বিনী কুমার দত্তের’ নামে নামকরণ করার প্রস্তাব দিয়েছেন তা তিনি ভালো করে বলতে পারেন। সরকারি বরিশাল কলেজের নামের সঙ্গে বরিশালের নামের স্মৃতি জড়িয়ে আছে। এখানে যতই প্রভাব দেখানো হোক না কেন সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করতে দেবে না কলেজের শিক্ষার্থীরা।

তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে তিনি বলেন, যদি নাম পরিবর্তন করা হয় তাহলে বরিশালের ছাত্রসমাজের মাঝে ক্ষোভের বিস্ফোরণ ঘটবে। তা জেলা প্রশাসক সামাল দিতে পারবেন না বলে মন্তব্য করেন বরিশাল কলেজের সাবেক এই ছাত্রনেতা।

তিনি বলেন, আমরা অশ্বিনী কুমার দত্তকে খাটো করে দেখি না। যদি এখানে তার নামের স্মৃতি রাখতে হয় তাহলে ছাত্র হোস্টেল, জাদুঘর নির্মাণ করে তার নামকরনের পরামর্শ দেন তিনি।

বরিশাল কলেজের সাবেক এজিএস হাফিজ আহমেদ বাবলু বলেন, সরকারী বরিশাল কলেজ প্রতিষ্ঠাকালে অশ্বিনী কুমার দত্তের কোনো অবদান নেই। তারা সেই সময় এই সম্পত্তি বিক্রি করে গেছেন।

তিনি বলেন, এই কলেজের জমি ক্রয় করার পেছনে যারা সর্বাত্মক সহযোগিতা করেছেন তাদের মধ্যে রয়েছেন শহীদ আবদুর রব সেরনিয়াবাত, অধ্যাপক মোজাম্মেল হক, গোলাম মাওলাসহ বিভিন্ন গুনীজন। এই শিক্ষানুরাগীদের অনুদান ও কলেজের নিজস্ব অর্থায়নে একটি নাইট কলেজ হিসেবে শুরু হয়েছিল বরিশাল কলেজ। তাই কারো নামে এই কলেজের নাম পরিবর্তন হতে পারে না।

মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে একাত্মতা প্রকাশ করে আরো বক্তব্য দেন যুবলীগ নেতা ও কাউন্সিলর শেখ সাঈদ আহমেদ মান্না, বরিশাল মহানগর ছাত্রলীগ নেতা রইজ আহমেদ মান্না, বরিশাল কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক রেজাউল করিম রেজা, বরিশাল কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আরিফুর হক মাসুম, সাংগঠনিক সম্পাদক কিসমত শাহরিয়ার হৃদয়, হাসান মাহমুদ বাবু, মোস্তাফিজুর রহমান অনিক, রাসেল হোসেন, রিজন সরদার, মিজানুর রহমান, আরিয়ান হৃদয়, আশিকুল ইসলাম শ্রাবন, প্রাক্তন ছাত্র সিনিয়র সাংবাদিক আলম রায়হানসহ বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা।

এসময় কয়েকশ’ সাবেক ও বর্তমান শিক্ষার্থী বিভিন্ন ব্যানার প্ল্যাকার্ড, ফেস্টুন নিয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেন। এ সময় সড়কে কিছুটা যানজট সৃষ্টি হয়। তবে বিষযটি কর্তব্যরত পুলিশ দক্ষতার সঙ্গে নিয়ন্ত্রণ করে।

(ঢাকাটাইমস/১১জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে মালয়েশিয়ার তরুণী বদলগাছীতে, বসলেন বিয়ের পিঁড়িতে
মুন্সীগঞ্জে বাসের ধাক্কায় প্রাণ গেল ২ বন্ধুর  
চুয়াডাঙ্গায় তেলবাহী ট্রাপচাপায় ৩ জন নিহত
ক্যাসিনোকাণ্ড অভিযানের নেপথ্য কাহিনী জানলে চমকে যাবেন আপনিও
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা