পালাউয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে খসড়া চুক্তি অনুমোদন

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ জুলাই ২০২০, ২০:২৫
অ- অ+

পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশ পালাউয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে প্রস্তাবিত একটি চুক্তির খসড়া অনুসমর্থনের প্রস্তাব অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে ভার্চুয়াল মন্ত্রিসভা বৈঠকে এই অনুমোদন দেয়া হয়।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এই তথ্য জানান।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘কূটনৈতিক সম্পর্ক না থাকায় জাপানের টোকিও মিশন থেকে পালাউ গিয়ে প্রবাসী বাংলাদেশিদের সেবা দিতে দূতাবাস অনেক অসুবিধার সম্মুখীন হচ্ছে। দুই দেশের মধ্যে কূটনৈতিক সম্পর্ক স্থাপনের লক্ষ্যে বাংলাদেশের পক্ষ থেকে চুক্তিটি অনুসমর্থন করা প্রয়োজন। চুক্তিটি অনুসমর্থন করা হলে এটি বাংলাদেশের কূটনৈতিক সম্পর্কে নতুন মাত্রা যোগ করবে।’

মন্ত্রিপরিষদ সচিব জানান, ভিয়েনা কনভেনশন-১৯৬১ অনুসারে বাংলাদেশ ও পালাউ গত বছরের ১৬ জুলাই কূটনৈতিক সম্পর্ক স্থাপনে একটি চুক্তি স্বাক্ষর করেছে। পশ্চিম প্রশান্ত মহাসাগরের দ্বীপদেশটির আয়তন ৪৬৬ বর্গকিলোমিটার। জাতিসংঘের আর্থিক সহায়তায় চলে দ্বীপ দেশটি। দেশটির জনসংখ্যা ২২ থেকে ২৪ হাজার, যার মধ্যে দুই হাজার বাংলাদেশি নাগরিক সেখানে রয়েছে।

পালাউয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্কে বাংলাদেশ উপকৃত হবে জানিয়ে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘পালাউয়ের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপনে সেখানে বসবাসরত দুই হাজার বাংলাদেশির স্বার্থ সংরক্ষণ করা সহজ হবে।’

(ঢাকাটাইমস/১৩জুলাই/এনআই/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় আগুনে ২ দোকান পুড়ে ছাই, কোটি টাকার ক্ষতি
টানা ভারী বর্ষণে তলিয়ে গেছে ফেনী শহর, ভেঙে পড়েছে যোগাযোগব্যবস্থা
চাঁদপুরে বিদেশি মদ উদ্ধার, গ্রেপ্তার ৩
যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনার পরে শুল্ক কমে আসবে: অর্থ উপদেষ্টা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা