যশোরে ৩৭ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ১৬:১৮
অ- অ+

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জেনোম সেন্টারে মঙ্গলবার ঘোষিত ফলাফলের মধ্যে যশোরে ৯৮ জনের নমুনা পরীক্ষা করে ৩৭ জনের করোনা শনাক্ত হয়েছে৷ এছাড়া যশোরসহ চার জেলায় মোট ১০৮টি নমুনাকে পজেটিভ বলে শনাক্ত করা হয়।

সোমবার যশোরসহ চার জেলার ২৭৯টি নমুনা পরীক্ষা করে মঙ্গলবার এই ফলাফল ঘোষণা করা হয়।

যবিপ্রবি এনএফটি বিভাগের চেয়ারম্যান ও পরীক্ষণ দলের সদস্য ড. শিরিন নিগার বলেন, এদিন যশোরের ৯৮টি নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে ৩৭টির ফল পজেটিভ আসে। এছাড়া মাগুরার ৫৬টি নমুনার মধ্যে ২৩টি, সাতক্ষীরার ৬২টির মধ্যে ৩০টি এবং বাগেরহাটের ৬৩টি নমুনার মধ্যে ১৮টি পজেটিভ ফল দেয়।

পরীক্ষার রিপোর্ট মঙ্গলবার সকালেই সংশ্লিষ্ট চার জেলার সিভিল সার্জনের দপ্তরে পাঠিয়ে দেয়া হয়েছে।

এদিন শনাক্ত হওয়া নমুনাগুলোর মধ্যে কতটি নতুন আর কতটি ফলোআপ তা নির্ণয় করছে সিভিল সার্জনের দপ্তরগুলো। নতুন শনাক্ত হওয়া ব্যক্তিদের বাড়ি লকডাউনসহ আনুষাঙ্গিক ব্যবস্থা নেবে স্থানীয় প্রশাসন।

মঙ্গলবার সকাল পর্যন্ত যশোর জেলায় করোনায় আক্রান্ত ব্যক্তির সংখ্যা এক হাজার ৮৪। এ পর্যন্ত জেলায় এই রোগে মারা গেছেন ১৬ জন। সুস্থ হয়েছেন ৫৩২ জন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রধান বিচারপতির সঙ্গে কানাডার হাইকমিশনারের সাক্ষাৎ
১৮ বিচারককে বাধ্যতামূলক অবসরে পাঠাল সরকার
সোনারগাঁও ইউনিভার্সিটিতে ভর্তি মেলা শুরু, থাকছে শতভাগ পর্যন্ত স্কলারশিপ
দেশে নতুন করে আর যেন কোনো স্বৈরাচারের জন্ম না হয়: নাহিদ ইসলাম
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা