নিষিদ্ধ ট্যাবলেট উদ্ধার, জয়পুরহাটে ৫ জন গ্রেপ্তার

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ জুলাই ২০২০, ২২:৩৯
অ- অ+

জয়পুরহাটের ওষুধ ব্যবসায়ী সালমা ফার্মেসির মালিক আবুল কালাম আজাদসহ ৫ জন মাদকসেবীকে গ্রেপ্তার করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। মঙ্গলবার বিকালে শহরের সালমা ফার্মেসিতে নিষিদ্ধ ট্যাবলেট টাপেন্টাডল বিক্রির সময় হাতেনাতে তাদের আটক করা হয়। পরে তাদের বিরুদ্ধে জয়পুরহাট সদর থানায় মামলা করা হয়।

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জয়পুরহাট জেলার সহকারী পরিচালক রফিকুল ইসলাম জানান, জয়পুরহাট শহরের সালমা ফার্মেসিতে আবুল কালাম আজাদ দীর্ঘদিন থেকে নিষিদ্ধ ঘোষিত টাপেন্টাডল বিক্রি করছেন। এমন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার সকাল থেকে ওঁৎ পেতে থাকে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কর্তৃপক্ষ। এক সময় তার দোকানে চারজন মাদকসেবী এসে টাপেন্টাডল ট্যাবলেট কেনার সময় হাতেনাতে ধরে ফেলে তারা। এ সময় সালমা ফার্মেসি থেকে ৫২টি টাপেন্টাডল ট্যাবলেট জব্দ করে আবুল কালাম আজাদ এবং চার মাদকসেবীকে আটক করে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

আটক অন্যরা হলেন- জয়পুরহাট সদরের তাজুর মোড় এলাকার সেলিম হোসেন (৩৮), পাঁচুরচকের রায়হান হোসেন, দোগাছীর সেলিম রেজা ও সাহেবপাড়ার মুশফিকুর রহমান ওরফে টিটন।

(ঢাকাটাইমস/১৪জুলাই/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা