করোনায় আক্রান্ত হতে পারেন আড়াই কোটি ইরানি: রুহানি

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
 | প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ০৭:৫২

করোনাভাইরাসের প্রথম ঢেউ শেষ হয়ে দ্বিতীয় ঢেউ শুরু হয়েছে ইরানে। সংক্রমণ ও মৃত্যুর সংখ্যা বাড়ছে। এমন অবস্থায় দেশটির প্রেসিডেন্ট হাসান রুহানি বলেছেন, ইরানে আড়াই কোটি মানুষ করোনাভাইরাসে আক্রান্ত হতে পারেন। শনিবার টেলিভিশনে দেয়া এক বক্তৃতায় একথা বলেন রুহানি। খবর রয়টার্সের।

করোনাভাইরাস থেকে বাঁচতে রাজধানীসহ কয়েকটি জায়গায় আবারো কড়াকড়ি আরোপ করেছে ইরান। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭১ হাজার ৬০৬ জন। যার তুলনায় ধারণার সংখ্যা অনেক বেশি। প্রেসিডেন্ট রুহানির কথা অনুসারে ইরানের মোট জনসংখ্যার ৩০ শতাংশ করোনায় আক্রান্ত হতে পারে।

ইরানের প্রেসিডেন্টের অফিস থেকে বলা হয়েছে, দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের গবেষণা প্রতিবেদনের একটি আনুমানিক দৃশ্যের ভিত্তিতে এই সংখ্যা পাওয়া গিয়েছে।

মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে ইরানে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশি। এপ্রিলের মাঝামাঝি থেকে দেশটিতে আক্রান্ত ও নিহতের সংখ্যা বাড়তে শুরু করে। পরে কিছুটা কমে আবার তা বাড়তে শুরু করেছে।

হাসান রুহানি বলেন, ইরানের তিন থেকে সাড়ে তিন কোটি লোক ঝুঁকির মধ্যে রয়েছেন। তবে এ বিষয়ে বিস্তারিত জানাননি তিনি।

তিনি বলেন, দুই লাখের বেশি মানুষকে এরই মধ্যে হাসপাতালে সেবা দেয়া হয়েছে। আসন্ন মাসগুলোতে আরও দুই লাখ লোককে হাসপাতালে সেবা দেয়ার প্রয়োজন হতে পারে।

দেশটির আধা সরকারি সংবাদ সংস্থা আইএসএনএ রুহানির কথার ব্যাখ্যা করে জানিয়েছে, রুহানি আড়াই কোটি লোকের করোনা সংক্রমণ হতে পারে বলে যে কথা বলেছেন সেটি দিয়ে তিনি মূলত মৃদ্যু সংক্রমণের কথা বুঝিয়েছেন, যাদের চিকিৎসার প্রয়োজন পড়বে না।

ঢাকা টাইমস/১৯জুলাই/একে

সংবাদটি শেয়ার করুন

আন্তর্জাতিক বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আন্তর্জাতিক এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :