মিশুর সঙ্গে হিমির ‘বিয়ের প্রস্তুতি’

বিনোদন প্রতিবেদক, ঢাকাটাইমস
| আপডেট : ১৯ জুলাই ২০২০, ১২:২৪ | প্রকাশিত : ১৯ জুলাই ২০২০, ১২:২১

গুণী পরিচালক সাখাওয়াৎ হোসেন মানিক সম্প্রতি শেষ করলেন ঈদ উপলক্ষে বিশেষ নাটক 'বিয়ের প্রস্তুতি' নামে একক একটি নাটকের শুটিং। কমেডি ধরনের এ নাটকটি রচনা করেছেন মো. সাইফুর রহমান কাজল।

নাটকটিতে অভিনয় করেছেন মিশু সাব্বির, হিমি, ফখরুল বাশার, মিলি বাশার, হোসাইন সাইদি, মিম, এ আর দুর্জয়।

নাটকের গল্প সম্পর্কে পরিচালক জানান, ঈদ আনন্দ বাড়িয়ে দেবার জন্য পরিপূর্ণ বিনোদনের কথা মাথায় রেখে এই নাটকটি নির্মাণ করা হয়েছে। গল্পে দেখা যাবে শান্ত নামে একটা ছেলে খুবই সহজ-সরল থাকে। ছোটবেলা থেকে খুবই ভালো ছাত্র ছিল শান্ত। সবকিছু সে দীর্ঘমেয়াদী প্রস্তুতি নিয়ে করে। অর্থাৎ হঠাৎ করে কোন কিছু করতে পারেনা।

কিন্তু তার বাবা আকবর সাহেব যখন তাকে হঠাৎ করে বিয়ের প্রস্তুতি নিতে বললেন শান্ত তখন খুবই অস্বাভাবিক অবস্থায় পড়ে গেল। সে কি করে বিয়ের প্রস্তুতি নিতে হয় সে ব্যাপারে দ্বিধাদ্বন্দ্বে ভুগতে লাগলো। সে তার বন্ধুবান্ধব এমনকি তার মায়ের কাছ থেকেও বিয়ের প্রস্তুতির ব্যাপারে জানতে চাই। সবাই এব্যাপারে তাকে সাহায্য করতে আপত্তি জানায়।

তাদের কথা হচ্ছে নিজের বিয়ের প্রস্তুতি নিজেই নিজের মতো করে নিতে হয়। নিজের বুদ্ধি খাটিয়ে শান্ত যখন বিয়ের প্রস্তুতি নিতে চাচ্ছিল তখন এক এক করে মজার মজার ঘটনা ঘটতে লাগল। বিশেষ করে তার জন্য নির্বাচিত পাত্রী কেয়ার মন জয় করার জন্য এক একটা অদ্ভুত কর্মকাণ্ড ঘটাতে লাগলো শান্ত।

কেয়ার কাছে শুরু থেকেই তার এসব কর্মকান্ড গুলো পাগলামী মনে হতে লাগল। যতই শান্ত তার মন জয় করতে চেষ্টা করলো, ততবেশি কেয়া তাকে ভুল বুঝতে লাগলো। একটা সময় এ সমস্ত ঘটনাগুলো চরম নাটকীয়তায় পৌঁছায়। যার জট খুলতে পুরো নাটকটি দর্শকদের কে দেখতে হবে।

পরিচালক মানিক জানান, 'কমেডি ধরনের নাটকটি নির্মাণ করতে গিয়ে আমার পুরো টিম চরম তৃপ্তির সাথে কাজটি সম্পন্ন করেছে। নাটকটির মূল আকর্ষণ হচ্ছে নাটকের গল্পটা বাস্তবতার খুবই কাছাকাছি। বিশেষ করে বিয়ের প্রস্তুতির ব্যাপারে পাত্র-পাত্রীরা যে দ্বিধাদ্বন্দের সম্মুখীন হয় এবং তাদের মধ্যে এক ধরনের ভীতি কাজ করে, সেটার উপরে আলোকপাত করেই গল্পটা নির্মাণ করা হয়েছে।

আশা করি দর্শকরা প্রাণভরে নাটকটি উপভোগ করবে। আগামী ঈদুল আজহায় একটা বেসরকারি টেলিভিশনে নাটকটি প্রচার হবে বলে পরিচালক মানিক আশাবাদ ব্যক্ত করেন।'

ঢাকাটাইমস/১৯জুলাই/এলএম/এসকেএস

সংবাদটি শেয়ার করুন

বিনোদন বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

বিনোদন এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :