মাগুরায় বজ্রপাতে কৃষকের মৃত্যু, দুজন আহত

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ আগস্ট ২০২০, ২৩:২৯
অ- অ+

মাগুরা শ্রীপুরের বালিয়াঘাটা গ্রামে মঙ্গলবার দুপুরে বজ্রপাতে দশরত বিশ্বাস (৩০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে। নিহত দশরত বালিয়াঘাটা গ্রামের কৃষ্ণপদ বিশ্বাসের ছেলে। অন্যদিকে মাগুরা সদরে বজ্রপাতে দুজন গৃহবধূ গুরুতর আহত হয়েছেন।

দশরত বিশ্বাসের ভাই বাসুদেব বিশ্বাস জানান, দশরত বাড়ির পাশে বিলের পানিতে বৃষ্টির মধ্যে পাট ধোয়ার সময় বজ্রপাত ঘটলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে শ্রীপুর স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মাগুরা শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির বালিয়াঘাটা গ্রামে বজ্রপাতে এক কৃষকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য উপজেলা পরিষদের পক্ষ থেকে আর্থিক সাহায্য করা হচ্ছে।

এছাড়া মাগুরা সদরের পুখুরিয়া গ্রামে গৃহবধূ হেনা বেগম (৪০) ও পৌরসভার দেড়ুয়া গ্রামের অপর এক গৃহবধূ বজ্রপাতে গুরুতর আহত হয়েছেন। তাদেরকে মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪আগস্ট/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা