ব্রাহ্মণবাড়িয়ায় তীব্র স্রোতে সেতুতে ধস

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ আগস্ট ২০২০, ১৬:৪০
অ- অ+

ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বন্যার পানির প্রবল স্রোতে ১২ মিটার দৈর্ঘ্য একটি সেতু ভেঙে পড়েছে। এতে চার গ্রামের যান চলাচল একেবারেই বন্ধ হয়ে গেছে।

সোমবার রাতে উপজেলার সোনারামপুর ইউনিয়নের চর-মরিচাকান্দি ও শান্তিপুর সড়কের চর-মরিচাকান্দি বিলের উপর স্থাপিত এ সেতুটির মাঝখানের অংশ দেবে যায়।

এতে কোন বিকল্প পথ না থাকায় চরমরিচাকান্দি, শান্তিপুর, চরশিবপুর, ইছাপুর গ্রামের কয়েক হাজার লোকজন দুর্ভোগ পোহাচ্ছে।

এলাকাবাসী জানায়, সেতুর মাঝে যে পিলার থাকে, বন্যার পানির তীব্র স্রোতের কারণে তার নিচ থেকে মাটি সরে গেছে। আর তাই ভার ধরে রাখতে পারেনি সেতুটি।

এ ব্যাপারে এলজিইডির বাঞ্ছারামপুর উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর হোসেন বলেন, এটি একটি কালভার্ট- সেতু নয়। আগামী নভেম্বরে তা নতুন করে নির্মাণ করা হবে।

(ঢাকাটাইমস/৫আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিকাশ-এ রেমিটেন্স গ্রহণ করে হাইসেন্স ফ্রিজ-টিভি জিতলেন ২২ জন
টাঙ্গাইলে যুবদলের বিক্ষোভ
গোপালগঞ্জে কারফিউয়ের সময় বাড়ল
তারেক রহমানের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে ঢাকা-মাওয়া মহাসড়কে যুবদলের বিক্ষোভ 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা