করোনায় আক্রান্ত সানজিদার খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবদেক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১১:৩১| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১২:১৫
অ- অ+

ফোন করে করোনাভাইরাসে আক্রান্ত আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সাবেক সংসদ সদস্য সানজিদা খানমের শারীরিক খোঁজখবর নিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সানজিদা খানম করোনা পজিটিভ হওয়ার রিপোর্ট পান। খবর শোনার পরই তাকে ফোন করে খোঁজ নেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। করোনা থেকে সুস্থ হতে কিছু নিয়ম কানুনও বলে দিয়েছেন তিনি। বিষয়টি নিজেই জানিয়েছেন সানজিদা খানম।

নিজের করোনা আক্রান্ত হওয়ার কথা জানিয়ে ফেসবুকে সানজিদা খানম বলেন, ‘৮ মার্চ থেকে করোনা মহামারির সঙ্গে যুদ্ধ শুরু হয়েছিল আমাদের। আজ (বুধবার) থেকে করোনার সঙ্গে সরাসরি যুদ্ধে নতুন মাত্রা যুক্ত হলো। যখন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রক্তের যোগ্য উত্তরসূরি প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন করে আমার ও আমার পরিবারের খোঁজখবর নিলেন, তখন সাহস ও শক্তি অনেকখানিই বেড়ে গেল। মমতাময়ী নেত্রী, সারাটা জীবন আপনার এমন স্নেহতলে থাকতে চাই।’

সানজিদা খানমের পিএস হাবিবুর রহমান রোমেল জানিয়েছেন, আইসিডিডিআরবিতে দুইদিন আগে নমুনা দেয়ার পর বুধবার পজিটিভ রেজাল্ট পাই। ম্যাডাম এখন বাসাতেই আছেন। ম্যাডামের করোনা আক্রান্ত হওয়ার খবর জেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ফোন দিয়ে শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন। প্রয়োজনে মুগদা জেনারেল হাসপাতালে ভর্তির জন্যও বলেছেন তিনি। এছাড়া আদা ও গরম পানি খাওয়ার জন্য পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/ বিইউ/এমআর)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা