পাকিস্তান সফরে যেতে কোনো সমস্যা নেই: সিলভারউড

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৬ আগস্ট ২০২০, ১২:০৮| আপডেট : ০৬ আগস্ট ২০২০, ১২:২৭
অ- অ+

২০২২ সালে পাকিস্তান সফরের সূচি থাকলেও তার আগেই ইংল্যান্ডকে টি-টোয়েন্টি খেলতে পাকিস্তান আসার আমন্ত্রণ জানিয়েছেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী ওয়াসিম খান। ইংল্যান্ডের প্রধান কোচ ক্রিস সিলভারউড পাকিস্তানে যাওয়ার ব্যাপারে তার ইচ্ছে প্রকাশ করেছেন।

স্কাই স্পোর্টসে প্রথম দিনের খেলা নিয়ে কথা বলার সময় ক্রিস সিলবারউড বলেন, ‘আমার জন্য, আবার এটা নিয়ে কথা বলার দারুণ প্রসঙ্গ। আমরা সেখানে (পাকিস্তান) আবার যাওয়া ব্যাপারে ভাবছি। ব্যক্তিগতভাবে সেখানে যেতে আমার কোনো সমস্যা নেই।’

এর আগে পিসিবির প্রধান নির্বাহী ওয়াসিম খান জানিয়েছিলেন পাকিস্তানে ইংল্যান্ডের একটি সংক্ষিপ্ত সফর চান তিনি। তবে সামনে ব্যস্ত সূচি অপেক্ষা করছে ইংল্যান্ডের জন্য। সেখান থেকে পাকিস্তানের যাওয়ার জন্য সময় বের করাটাও কঠিন- তাও মানছেন ওয়াসিম। সেক্ষেত্রে ইংল্যান্ড জাতীয় দলের বদলে ইংল্যান্ড লায়ন্সকে সফরে পাঠানোটা চমৎকার বিকল্প হতে পারে বলে মনে করছেন তিনি। কোভিড-১৯ আঘাত হানার আগেও ইংল্যান্ড লায়ন্সের পাকিস্তান সফরের ব্যাপারে আশাবাদ ব্যক্ত করেছিলেন ওয়াসিম।

তবে সামনে ব্যস্ত সূচি রওেয়ছে ইংল্যান্ডের জন্য্ ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টেস্ট এবং আয়ারল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজের পর সেপ্টেম্বের থেকে নভেম্বর পর্যন্ত আইপিএলে থাকবেন অনেক ইয়লিশ ক্রিকেটার। ডিসেম্বরে দদক্ষিণ আফ্রিকা সফর করতে পারে তারা। জানুয়ারিতে করোনার কারণে স্থগিত হওয়া সিরিজ খেলতে শ্রীলঙ্কায় যেতে পারে ইংল্যান্ড। এরপর ভারতের বিপক্ষে পাঁচ টেস্ট রয়েছে তাদের। এরই মাঝে ওয়েস্ট ইন্ডিজও ইংল্যান্ডকে আমন্ত্রণ জানিয়েছে।

সর্বশেষ ২০০৫-০৬ মৌসুমে পাকিস্তান সফর করেছিল ইংল্যান্ড। তবে পাকিস্তানে ক্রিকেট ফেরার পর পাকিস্তান সুপার লিগে ইংলিশ ক্রিকেটারদের দেখা গিয়েছে। এছাড়া এমসিসির হয়েও পাকিস্তান সফর করেছেন কিছু ইংলিশ ক্রিকেটার। তাই নিরাপত্তা খুব বড় বাধা হতে পারে- এমনটা ভাবার আপাতত কোনো কারণ নেই। তবে ইসিবি এখন ২০২২ সালের আগে পাকিস্তান সফর নিয়ে কিছুই ভাবছে না।

(ঢাকাটাইমস/০৬ আগস্ট/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নাজিমগঞ্জ হাটে বিএনপির প্রচার অভিযান, নেতৃত্বে কাজী আলাউদ্দিন
হকিতে চীনকে উড়িয়ে টানা তৃতীয় জয়ে শীর্ষে বাংলাদেশ
কারবালার শাহাদাত থেকে সত্য ও মানবতার শিক্ষা নেওয়ার আহ্বান আল্লামা ইমাম হায়াতের
গুলি করে হত্যার ৩ দিন পর মরদেহ দিল বিএসএফ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা