তাড়াশে স্যাকমোসহ আরও পাঁচ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ১৪:০৬
অ- অ+

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের উপ-সহকারী কমিউনিটি মেডিকেল অফিসার (স্যাকমো) বিউটি পারভীন করোনা আক্রান্ত হয়েছেন। বর্তমানে তিনি হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন আছেন। তিনিসহ উপজেলায় নতুন করে পাঁচ স্বাস্থ্যকর্মীর করোনা শনাক্ত হয়েছে।

রবিবার বিকেলে এ তথ্য নিশ্চিত করে তাড়াশ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার জামাল মিঞা শোভন জানান, স্যাকমো বিউটি ছাড়া নতুন শনাক্তরা হলেন- উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী সার্জন সুজন দাস গুপ্ত, সিনিয়র স্টাফ নার্স জরিনা, ঘাগ্রা ইউনিয়ন স্বাস্থ্য সহকারী ফিরোজ মাহমুদ ও গুড়পিপুল কমিউনিটির সিএসসিপি জহুরুল ইসলাম।

বিউটি পারভীন বলেন, ‘তাড়াশ একটি অবহেলিত এলাকা। এই এলাকায় অনেক হতদরিদ্র মানুষ আছে। যারা প্রতিদিন চিকিৎসাসেবা নিতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। তাদের সেবা দিতে গিয়ে আজ আমি করোনায় আক্রান্ত। এজন্য আমার একটুও কষ্ট নেই। আল্লাহ যেন আমাকে খুব তারাতাড়ি সুস্থ করে দেন। আমি সুস্থ হয়ে ওই সকল হতদরিদ্র মানুষের সেবায় ফিরতে চাই।’

(ঢাকাটাইমস/১০আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা