করোনা আক্রান্ত প্রণব মুখার্জী

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ১৪:১৩| আপডেট : ১০ আগস্ট ২০২০, ১৪:৪১
অ- অ+

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ভারতের সাবেক প্রধানমন্ত্রী প্রণব মুখার্জী। এক টুইট বার্তায় নিজেই একথা জানিয়েছেন ভারতের সাবেক রাষ্ট্রপতি।

প্রণব মুখার্জী জানিয়েছেন, অন্য চিকিৎসা করার জন্য হাসপাতালে গিয়েছিলেন তিনি। তারপর সেখানে করোনা পরীক্ষা করা হলে রিপোর্ট পজিটিভ এসেছে।

তিনি টুইট করে জানিয়েছেন, গত এক সপ্তাহের মধ্যে তার সংস্পর্শে যারা এসেছেন তারা সকলেই যেন আইসোলেশনে থাকেন এবং যত দ্রুত সম্ভব করোনা পরীক্ষা করিয়ে নেন।

ভারতে এর আগে বিজেপি নেতা ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহসহ বেশ কয়েকজন রাজনীতিবীদ করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্বে এখন যে কয়েকটি দেশে করোনার প্রভাব সবচেয়ে বেশি ভারত তার মধ্যে অন্যতম। করোনা আক্রান্ত ও মৃত্যুর দিক দিয়ে বিশ্বে তৃতীয় স্থানে রয়েছে ভারত। ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ২২ লাখ ১৭ হাজার ৬৩৫ এবং মৃত্যু হয়েছে ৪৪ হাজার ৪৯৯ জনের।

ঢাকা টাইমস/১০আগস্ট/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পটুয়াখালী-৩: নুর, মামুন নাকি রনি?
লেবাননে ১০ কোটি ডলারের বিমান রক্ষণাবেক্ষণ ও সরঞ্জাম বিক্রির অনুমোদন দিল যুক্তরাষ্ট্র
এনআরবিসি ব্যাংকে ‘ফরেন এক্সচেঞ্জ ও ফরেন ট্রেড’ বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
মিটফোর্ডে প্রকাশ্যে ভাঙারি ব্যবসায়ীকে হত্যা: এখনো ঘটনার বিস্তারিত কারণ জানতে পারেনি র‍্যাব
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা