বিয়ের পাঁচ দিন পর সড়কে প্রাণ গেল যুবকের

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১০ আগস্ট ২০২০, ২১:২৮
অ- অ+

বিয়ে করেছেন মাত্র পাঁচদিন আগে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক বিয়ের স্মরণীয় মুহূর্তের ছবিতে এখনও সতেজ। প্রতিটি ছবিতে হাতে-হাত রেখে হাস্যোজ্জ্বল স্বামী-স্ত্রী। হয়তো কথা ছিল জীবনভর একসঙ্গে চলার। স্ত্রীর হাতের মেহেদির রঙ হয়তো এখনও মুছে যায়নি। কিন্তু পাঁচ দিন না পেরোতেই কথা রাখেননি ফারুক আহমেদ (৩০)। স্ত্রীকে একা রেখে চলে গেছেন না ফেরার দেশে।

সোমবার বিকালে উপজেলার দেশীগ্রাম ইউনিয়নের ধুলিশ্বর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারুক তালুকদার ধুলিশ্বর গ্রামের তোজ্জামেল হকের ছেলে। তিনি ফরিদপুর জেলা সদরের টিএমএসএস নামে একটি বেসরকারি সংস্থার শাখা ব্যবস্থাপক হিসেবে কর্মরত ছিলেন।

পারিবারিক সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার মহাধুমাধামে সলঙ্গা থানার দবিরগঞ্জ ফারুক তালকদার বিয়ে করেন। পরে নববধূকে রবিবার সকালে শ্বশুরবাড়ি থেকে মোটরসাইকেল করে কর্মস্থল রাজবাড়িতে যাওয়ার পথে বনপাড়ায় একটি ট্রাক তাকে ধাক্কা দেয়। এ সময় তাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকাল ৫টার দিকে সে মারা যায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

(ঢাকাটাইমস/১০আগস্ট/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এসএসসিতে পাসের হারে দেশসেরা রাজশাহী বোর্ড, অন্যরা যা পেল
রাবেয়া-আলী গার্লস স্কুল অ্যান্ড কলেজর সাফল্যের ধারা অব্যাহত
১৩৪ শিক্ষাপ্রতিষ্ঠানে শতভাগ ফেল
চাঁপাইনবাবগঞ্জে গণপিটুনিতে যুবকের মৃত্যু
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা