আনুশকার প্রশ্নে ‘বোল্ড’ বিরাট

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৩ আগস্ট ২০২০, ১৬:৪৫| আপডেট : ১৩ আগস্ট ২০২০, ১৬:৪৭
অ- অ+
ছবি: সংগৃহীত

লকডাউনে এবার নতুন চমক বিরাট-আনুশকার। বাড়িতে বসে দুজনে মুখোমুখি হলেন দুজনের প্রশ্নপত্রের। সাড়ে ছয় মিনিটের এই ভিডিওতে আনুশকা প্রথমে বলিউড নিয়ে পরীক্ষা নেন বিরাটের। আনুশকার প্রশ্ন, প্রথম হিন্দি ছায়াছবির নাম কী? স্ত্রীর প্রশ্নে বোল্ড বিরাট। অনেক ভেবেচিন্তে উত্তর দেওয়ার চেষ্টা করে বলেন, ‘মেরা অঙ্গন’। হাসি চাপতে পারেন না আনুশকা। বলে দেন, সঠিক উত্তর ‘রাজা হরিশচন্দ্র’। এটাই প্রথম হিন্দি ছায়াছবি। বিরাটের অকপট স্বীকারোক্তি, ‘আমি সত্যিই এটা জানতাম না। কোনও ধারণা ছিল না।’

তবে দ্বিতীয় প্রশ্নে স্বমহিমায় বিরাট। স্ত্রীর প্রশ্ন, এমন দুটি সিনেমার নাম বলো যা ক্রিকেটকেন্দ্রিক। ক্রিকেটার-স্বামী মুহূর্তের মধ্যে জবাব দেন, ‘পাটিয়ালা হাউজ ও লগান’। এর পরে প্রশ্নকর্তার আসনে বসেন বিরাট। প্রথম প্রশ্ন ছিল, ক্রিকেটের তিনটি নিয়ম বলো।

আনুশকা প্রথমে বলেন, ‘আউট হওয়া যাবে না।’বিরাটের প্রতিক্রিয়া, ‘এটা আবার ক্রিকেটের নিয়ম হলো কোথায়?’ মজা করার পরে আনুশকা অবশ্য বলেন, ‘পাওয়ার প্লে-র সময় বৃত্তের বাইরে দুজন ফিল্ডারের বেশি থাকবেন না। বল করতে গিয়ে কেউ বোলিং ক্রিজ অতিক্রম করতে পারবেন না। বল সোজা বাউন্ডারির বাইরে চলে গেলে ছয় রান। লাইনের আগে বল ড্রপ পড়ে বাইরে গেলে, চার রান।’

পরের প্রশ্ন ছিল, মেয়েদের ওয়ানডে ক্রিকেটে কোন বোলার সবচেয়ে বেশি উইকেট নিয়েছেন? পাল্টা প্রশ্ন করার ঢংয়ে আনুশকা জবাব দেন, ‘তোমার কি মনে হয়, নামটা আমি জানি?’ এরপর নামটা তিনি বলেও দেন- ঝুলন গোস্বামী।

প্রসঙ্গত, ঝুলনকে নিয়ে বায়োপিক হচ্ছে। আর তাতে তাঁর ভূমিকায় অভিনয় করছেন আনুশকা। বিরাটের তৃতীয় প্রশ্ন, কোন মাঠকে ‘হোম অব ক্রিকেট’বলা হয়?

আনুশকার জবাব, ‘লর্ডস’।

এর পরে র‌্যাপিড রাউন্ডেও একে অপরকে নানা ধরনের প্রশ্ন করেন তাঁরা। যেখানে আনুশকা জানান, বিরাট সঙ্গে থাকলেই তিনি সবচেয়ে বেশি খুশি থাকেন। এও জানান, কোহলির সবচেয়ে পছন্দের ব্যায়াম হল ওজন তোলা। সঙ্গে আনুশকা এও ফাঁস করে দেন, বিরাটের চেয়ে বাজে ফটোগ্রাফার আর কেউ নেই এবং সিনেমা দেখতে বসলে তাঁর স্বামী ঘুমিয়ে পড়েন।। বিরাটও জানান, সময় পেলেই গাছপালার যত্ন করেন আনুশকা। যেকোনও ধরনের মনোমালিন্য হলে আনুশকাই আগে ‘সরি’ বলেন, এমন তথ্যও জানান তাঁরা।

(ঢাকাটাইমস/১৩ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
প্রেমের টানে খুলনায় এসে বিয়ে করলেন চীনা নাগরিক  
ডেমরায় গণধর্ষণ মামলার আসামি মিঠুন গ্রেপ্তার
মবের জড়িতদের কাউকে ছাড় দেয়া হবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
চট্টগ্রামের রাউজানে প্রকাশ্যে যুবদল কর্মীকে গুলি করে হত্যা
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা