ধোনিকে ‘বিশেষ বার্তা’ মোদির

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২০ আগস্ট ২০২০, ১৭:০৫| আপডেট : ২০ আগস্ট ২০২০, ১৭:০৮
অ- অ+
ছবি: সংগৃহীত

পাঁচ দিন আগেই আন্তর্জাতিক অবসর নিয়েছেন ভারতীয় ক্রিকেট দলের সাব্কে অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি৷ তাঁর এহেন সিদ্ধান্তে কার্যত চমকে গিয়েছে ক্রিকেটবিশ্ব৷ আন্তর্জাতিক ক্রিকেট থেকে ধোনির হঠাৎ অবসর মেনে নিতে পারেননি অনেকেই৷

কিন্তু এত তাড়াতাড়ি যে এমন সিদ্ধান্ত ‘ক্যাপ্টেন কুল’ নেবেন তা মেনে নিতে পারছেন অসংখ্য অনুরাগী৷ আর এরই মধ্যে ধোনির কাছে গেল দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বার্তা!

ধোনিকে ক্রিকেটে তাঁর অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। তিনি একটি দীর্ঘ ও সংবেদনশীল বার্তা পাঠিয়েছেন ধোনিকে। ধোনি গত ১৫ আগস্ট তাঁর ১৬ বছরের আন্তর্জাতিক ক্রিকেট ক্যারিয়ারে ইতি টেনেছেন৷

ভারতের বর্তমান প্রধানমন্ত্রী ধোনিকে ক্রিকেটের মাঠে তাঁর কৃতিত্ব এবং ভারত ও বিশ্বের খেলাধুলার জন্য যা কিছু করেছেন তার প্রশংসা করে চিঠিতে লিখেছেন, ‘আপনার ট্রেডমার্ক নির্মোহ শৈলীতে আপনি একটি ভিডিও শেয়ার করেছেন৷ যা পুরো জাতির জন্য অনুরাগী আলোচনার পয়েন্ট হয়ে উঠতে যথেষ্ট ছিল৷ ১৩০ কোটি ভারতীয় হতাশ হয়েছিলেন৷ তবে আপনি ভারতীয় ক্রিকেটের জন্য যা করেছেন তার জন্য চিরকৃতজ্ঞ।’

বৃহস্পতিবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চিঠি তুলে ধরে তাঁকে ধন্যবাদ জানিয়েছেন ভারতের বিশ্বকাপজয়ী অধিনায়ক৷ টুইটে ধোনি লিখেছেন, ‘একজন শিল্পী, সৈনিক এবং ক্রীড়াবিদের জন্য এই প্রশংসা, তার কঠোর পরিশ্রম এবং ত্যাগের বিষয়টি সবার কাছে উপলব্ধি করায়৷ আপনার প্রশংসা ও শুভেচ্ছার জন্য ধন্যবাদ।’

সারা বিশ্বের ক্রিকেট অনুরাগীদের অবাক করেই শনিবার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিয়েছেন মহেন্দ্র সিং ধোনি৷ কিন্তু তাঁর অবসর ঘোষণায় যে আসমুদ্র হিমাচল আলোড়িত হয়েছে তা বলার অপেক্ষা রাখে না৷

(ঢাকাটাইমস/২০ আগস্ট/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সিরাজগঞ্জে নেশার টাকা না দেওয়ায় ছেলের মারধরে প্রাণ গেল বাবার, মা আহত
আফতাবনগরে পশুর হাট না বসানোর দাবিতে মানববন্ধন
সরকারের হস্তক্ষেপ না থাকায় বিশ্ব মুক্ত গণমাধ্যম সূচকে ১৬ ধাপ এগিয়েছে বাংলাদেশ: তথ্য উপদেষ্টা
সিলেট থেকে সরাসরি হজ ফ্লাইট শুরু ১৪ মে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা