যশোরে আরও ৭৭ জনের করোনা শনাক্ত

যশোর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৩ আগস্ট ২০২০, ১৬:১৮| আপডেট : ২৩ আগস্ট ২০২০, ১৬:৩৮
অ- অ+

যশোরে গত ২৪ ঘন্টায় নতুন করে ৭৭ জনের করোনা শনাক্ত হয়েছে। গত শনিবার যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (যবিপ্রবি) জেনোম সেন্টার এবং খুলনা মেডিকেল কলেজের ল্যাবে নমুনা পরীক্ষায় তাদের করোনা পজেটিভ রিপোর্ট আসে। রবিবার জেলায় এই ফলাফল ঘোষণা করা হয়।

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের অণুজীব বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ও পরীক্ষণ দলের সদস্য তানভীর ইসলাম জানান, শনিবার তাদের ল্যাবে পরীক্ষিত যশোর জেলার ১৯৪টি নমুনার মধ্যে ৬০টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷ এদিকে এইদিন খুলনা মেডিকেল কলেজে যশোরের ৫১টি নমুনা পরীক্ষায় ১৭টির করোনা পজেটিভ রিপোর্ট এসেছে৷

যশোরের সিভিল সার্জন শেখ আবু শাহীন জানান, জেলায় নতুন শনাক্তদের মধ্যে সদর উপজেলার ৪৪ জন, কেশবপুরের ছয়, অভয়নগরের পাঁচ, চৌগাছার তিন, মনিরামপুরের ছয়, শার্শার দুই ও ঝিকরগাছার ১১ জন রয়েছেন। তাদেরসহ এ পর্যন্ত জেলায় মোট ২ হাজার ৮৪০ জনের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে ১ হাজার ৬৩২ জন সুস্থ হয়েছেন। মৃত্যু হয়েছে ৩৬ জনের।

(ঢাকাটাইমস/২৩আগস্ট/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না: মির্জা ফখরুল
ষড়যন্ত্রকারীরা নির্বাচন ঠেকাতে পারবে না: দুদু
বরেণ্য ভাস্কর হামিদুজ্জামান খান আর নেই
মিরপুরে নাশকতার চেষ্টা, ককটেলসহ তিন ছাত্রলীগকর্মী গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা