যেমন হবে নতুন আইফোন

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ০৮:১৯
অ- অ+

এ বছরের ১২ অক্টোবরে হয়তো লঞ্চ হবে বহু প্রতীক্ষিত আইফোন ১২। এই সিরিজে চারটি ফোন থাকবে। যার মধ্যে সবচেয়ে দামি ফোনটি হবে আইফোন ১২ প্রো ম্যাক্স। সম্প্রতি একটি চাইনিজ ওয়েবসাইট থেকে এই ফোনের ফিচার ও ডিজাইন ফাঁস করা হয়েছে। যদিও টেকগাপের টিম ফাঁস হওয়া আইফোন ১২ প্রো ম্যাক্স এর এই ফিচার নিয়ে সন্দেহ প্রকাশ করছে। তবে এই রিপোর্ট থেকে আপনি ফোনটি সম্পর্কে একটি ধারণা লাভ করতে পারবেন।

নিউজ.মাইড্রাইভার্স ওয়েবসাইটে আইফোন ১২ প্রো ম্যাক্স এর মেটালিক ব্লু কালার প্যানেল সহ একটি ছবি পোস্ট করা হয়েছে। এই ছবিতে দেখা গেছে ফোনটির পিছনে ক্যামেরা সেটআপের জন্য তিনটি বড় হোল রয়েছে। এছাড়াও তার পাশে দুটি ছোট হোল আছে, যেটি ফ্ল্যাশ ও মাইক্রোফোনের জন্য। আবার আরেকটি ছোট হোল দেখা গেছে, যেটি লিডার স্ক্যানার বা টাইম অব ফ্লাইট ক্যামেরার জন্য ব্যবহার করা হতে পারে।

এবার আসি আইফোন ১২ প্রো ম্যাক্স এর স্পেসিফিকেশনের কথায়। এতে ৬.৭ ইঞ্চি ওলিড স্ক্রিন থাকতে পারে। যার রিফ্রেশ রেট হবে ১২০ হার্টজ। এতে ৫ ন্যানোমিটার এ১৪ বায়োনিক প্রসেসর থাকবে। আবার ফোনটি আসবে ৬ জিবি র‌্যাম ও ১২৮/২৫৬/৫১২ জিবি স্টোরেজ বিকল্পে। এই আইওএস ১৪ অপারেটিং সিস্টেমে চলবে।

এই ফোনের রিয়ার ক্যামেরাগুলো হবে ১২ মেগাপিক্সেল ওয়াইড অ্যাঙ্গেল মডিউল, ১২ মেগাপিক্সেল টেলিফোটো মডিউল, ১২ মেগাপিক্সেল আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল মডিউল ও ৩ডি টাইম অব ফ্লাইট। ফোনের সামনে থাকবে ১২ মেগাপিক্সেল ওয়াইড এঙ্গেল ও ৩ডি। যদিও ফোনটির ব্যাটারি ক্যাপাসিটি জানা যায়নি।

(ঢাকাটাইমস/১৪আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
২০৩০ সালের মধ্যে ১৫০ পৌরসভায় শেষ হবে বর্জ্য ব্যবস্থাপনার কাজ: অতিরিক্ত প্রধান প্রকৌশলী
উপদেষ্টা মাহফুজ আলমের মাথায় বোতল মারল কে?
কিছু ঘটলেই যমুনায় যাওয়ার প্রবণতা সহ্য করা হবে না: উপদেষ্টা মাহফুজ 
সিলেট থেকে ৪১৮ যাত্রী নিয়ে মদিনায় গেল প্রথম হজ ফ্লাইট
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা