সামাজিক অগ্রগতির পথে এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম

তথ্যপ্রযুক্তি প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ আগস্ট ২০২০, ০৮:২৭
অ- অ+

প্রতি বছরের মত এলজি বাংলাদেশের উদ্যোগে এবারও অনুষ্ঠিত হলো এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০। ২৩ আগস্ট এলজি বাংলাদেশের গুলশান অফিসে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। ২০১৭ সালের পথচলা থেকে শুরু করে বছরান্তর এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম আয়োজন করে আসছে এলজি বাংলাদেশ। এরই ধারাবাহিকতায় গত ২৭ এপ্রিল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এই বিষয়ে পোস্ট করে এলজি বাংলাদেশের ফলোয়ারদের কাছ থেকে সামাজিক উন্নয়নমূলক পরিকল্পনা জমা দেয়ার জন্য আহ্বান জানানো হয়।

এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২০ এর অসংখ্য আবেদনের মধ্যে থেকে কোভিড-১৯ এ ক্ষতিগ্রস্থ মানুষদের সাহায্যে নারায়ণগঞ্জের নজরুল ইসলামের প্রকল্প “নিন্মবিত্ত ১৭৪টি পরিবারের খাদ্য নিরাপত্তা ও পরিছন্নতা নিশ্চিতকরণ” এবং পঞ্চগড়ের আব্দুল্লাহ রনির “অসহায় ও সুবিধাবঞ্চিত ১৩৫টি পরিবারের প্রতি পরিবারকে ১টি করে ছাগল লালন পালনের উদ্দেশ্যে বিতরণ” প্রকল্প বাস্তবায়িত হয়। সামাজিক উন্নয়নমূলক প্রকল্পের মধ্য থেকে খুলনার আশিকুজ্জামানকে তৃতীয় এবং দিনাজপুরের মাহবুব মন্ডলকে চতুর্থ বিজয়ী হিসেবে ঘোষনা করা হয়েছে। খুলনা জেলার কয়রা উপজেলার ''৩০ জন বনজীবী মুন্ডানারীকে ১টি করে নৌকা বিতরণ'' এবং ''দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলায় “প্রতিবন্ধীদের ক্ষুদে হাঁসখামারীতে রূপান্তরকরণ'' প্রকল্প দুটি বাস্তবায়নের জন্য অর্থায়ন করা হয় এলজি বাংলাদেশ থেকে।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন এলজি বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক ডি কে সন । আরও উপস্থিত ছিলেন কর্পোরেট ব্র্যান্ডিংয়ের প্রধান হাসান মাহমুদুল সহ অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাগণ। সমাজের উন্নয়নমূলক কাজে এলজি বাংলাদেশ সক্রিয় ভূমিকা পালন করতে সর্বদা আগ্রহী। এলজি অ্যাম্বাসেডর প্রোগ্রাম ২০২১ এমন আরো প্রকল্পের অপেক্ষায় আছে। প্রোগ্ৰামে অংশগ্রহণের বিস্তারিত তথ্য জানতে চোখ রাখুন এলজি বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেইজে।

(ঢাকাটাইমস/২৪আগস্ট/এজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আ.লীগ সরকারের করা বন্দি বিনিময় চুক্তিতেই শেখ হাসিনাকে ফিরিয়ে আনা সম্ভব: দুদক চেয়ারম্যান 
ক্ষতিগ্রস্ত তিন রিকশা চালককে ৫০ হাজার টাকা করে অনুদান ডিএনসিসির, চাকরির প্রতিশ্রুতি
তারেক রহমানের নির্দেশনায় জাবিতে শিক্ষার্থীদের ফ্রি হেপাটাইটিস বি ভ্যাক্সিনেশন
ঈদযাত্রা: বাসের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১৬ মে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা