খুলছে কুমিল্লার বিনোদনকেন্দ্রগুলোও

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ২৫ আগস্ট ২০২০, ১৮:১৭ | প্রকাশিত : ২৫ আগস্ট ২০২০, ১৮:১৪

স্বাস্থ্যবিধি মেনে কুমিল্লার সকল বিনোদনকেন্দ্র ও কমিউনিটি সেন্টার খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। ১ সেপ্টেম্বর থেকে খুলে দেওয়া হবে জেলার বিনোদনকেন্দ্রগুলো। মঙ্গলবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে করোনা প্রতিরোধ কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

সভা শেষে জেলা করোনা প্রতিরোধ কমিটির উপদেষ্টা ও সদর আসনের সাংসদ আকম বাহাউদ্দিন বাহার ও কমিটির সভাপতি জেলা প্রশাসক আবুল ফজল মীর এ তথ্য জানান।

তারা জানান, কুমল্লার সকল বিনোদনকেন্দ্র খুলে দেওয়া হবে। তবে সংশ্লিষ্টরা অবশ্যই দর্শনার্থীদের মাস্ক পরিধানের বিষয়টি নিশ্চিত করবেন। এছাড়া বিনোদনকেন্দ্র ও পার্কসহ জনসমাগম স্থানে স্বাস্থ্য বিধি মানা হচ্ছে কি না সে বিষয়ে জেলা প্রশাসনের মনিটরিং টিম কাজ করবে।

সভায় কুমিল্লা পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক মুজিবুর রহমান, অতিরিক্ত জেলা হাকিম আরিফুল ইসলাম সরদারসহ জেলা প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/২৫আগস্ট/পিএল)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :