মিটফোর্ড থেকে পালানো আসামি বাবুবাজারে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৯ আগস্ট ২০২০, ১৫:২০| আপডেট : ২৯ আগস্ট ২০২০, ১৫:৪১
অ- অ+
ফাইল ছবি

কারারক্ষীদের চোখ ফাঁকি দিয়ে রাজধানীর স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতাল (মিটফোর্ড হাসপাতাল) থেকে পালিয়ে যাওয়া আসামি মিন্টু মিয়াকে গ্রেপ্তার করেছে পুলিশ। পালিয়ে যাওয়ার ১০ ঘণ্টা পর তাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনীটি।

শ‌নিবার বেলা আড়াইটার দিকে দিকে বাবুবাজার ব্রি‌জের সাম‌নে থে‌কে হতকড়া পড়া অবস্থায় তা‌কে গ্রেপ্তার করা হয়। গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের জেলার মাহবুবুল ইসলাম।

মাহবুবুল ইসলাম বলেন, হাসপাতাল থেকে পালিয়ে যাওয়া আসামি মিন্টুকে বাবুবাজার ব্রিজের সামনে থেকে গ্রেপ্তার করা হয়েছে। হাতকড়া পড়া অবস্থায় ঘোরাঘুরি করছিল সে। তবে কিভাবে সে পালিয়ে গেছে তা জানার চেষ্টা চলছে।

এর আগে ভোর সাড়ে চারটার দিকে হাসপাতাল থেকে পালিয়ে যায় মিন্টু। মিন্টু টাঙ্গাইলের গোপালপুর থানার একটি মাদক মামলার আসামি। চিকিৎসার জন্য টাঙ্গাইল জেলা কারাগার থেকে কেরাণীগঞ্জের কেন্দ্রীয় কারাগারে তাকে স্থানান্তর করা হয়েছিল। সেখান থেকে শুক্রবার রাতে তাকে মিটফোর্ড হাসপাতালে পাঠানো হয়েছিল।

ঢাকাটাইমস/২৯আগস্ট/এআর/এমআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
আনিসুল হকের বান্ধবী তৌফিকা করিমের যত অবৈধ সম্পদের সন্ধান
সংবাদ প্রকাশের জেরে প্রাণনাশের হুমকি, উত্তরা প্রেসক্লাবের মানববন্ধন
পুলিশ কিলার ফোর্স হতে পারে না: আইজিপি
ব্যাটারি চালিত রিকশার ওয়ার্কশপ ও চার্জিং পয়েন্ট বন্ধ করা হবে: ডিএনসিসি প্রশাসক 
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা