পাবজিসহ ১১৮ চীনা অ্যাপস ভারতে নিষিদ্ধ

তথ্যপ্রযুক্তি ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২০, ০৮:৩৩

পাবজিসহ ১১৮টি মোবাইল অ্যাপস ভারতে নিষিদ্ধ করা হয়েছে। দেশটির সুরক্ষার কারণে এই কাজ করা হয়েছে বলে জানিয়েছে তথ্য ও প্রযুক্তি মন্ত্রণালয়। এর আগেও টিকটকসহ ৫৯টি চীনা অ্যাপকে ব্যান করা হয়েছিল। এদিকে আজ যে অ্যাপগুলোকে ব্যান করা হয়েছে তারা মধ্যে সবচেয়ে আলোচিত অ্যাপ পাবজি।

লকডাউনের সময় ভারতে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছিল লুডো ও ক্যারাম গেমিং অ্যাপসগুলো। ভারতে নিসিদ্ধের তালিকায় আছে সব ধরনের লুডো অ্যাপস।

এছাড়াও ব্যান হওয়া অ্যাপগুলির মধ্যে আধা ডজন অ্যাপস আছে এপিইউএস নামের চাইনিজ কোম্পানির। তাই এই কোম্পানির অ্যাপ আর ডাউনলোড করবেন না। সাথে চাইনিজ ইন্টারনেট কোম্পানি বেইদুর অ্যাপসগুলোকেও ব্যান করা হয়েছে।

পাবজি মোবাইলের মূল কোম্পানি টেনসেন্টের পাবজি ছাড়াও টেনসেন্ট উইয়ুন অ্যাপকেও নিষিদ্ধের তালিকায় রাখা হয়েছে। উইচ্যাট ওয়ার্ক অ্যাপটিও ভারতে চলবে না।

আরেক জনপ্রিয় অ্যাপ, ইউ ডিকশনারিকেও ব্যান করা হয়েছে। এছাড়াও চীনের কতগুলো নিউজ অ্যাপসকেও নিষিদ্ধ করা হয়েছে। নিষিদ্ধের তালিকায় আরো আছে ডেটিং অ্যাপস।

(ঢাকাটাইমস/৩সেপ্টেম্বর/এজেড)

সংবাদটি শেয়ার করুন

বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :