মাগুরার তিন গ্রামে ১০ হাজার তালবীজ রোপণ

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২
অ- অ+

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় মাগুরার মহম্মদপুরের তিন গ্রামে শুক্রবার ১০ হাজার তালবীজ রোপন করা হয়েছে। দিনব্যাপী এ কর্মসূচিতে উপজেলার রাজাপুর ইউনিয়নের বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের প্রায় ৫ শতাধিক কৃষক অংশ নেন। টিভিএস অটো বাংলাদেশ লিমিটেড এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে সকালে জাকির হোসেনের সভাপতিত্বে আলোচনা সভা হয়। আলোচনায় অংশ নেন রাজাপুর ইউনিয়নের চেয়ারম্যান মিজানুর রহমান, অধ্যাপক তৌহিদুর রহমান, মহম্মদপুর কৃষি অফিসের উপ-সহকারী কৃষি কর্মকর্তা নকিবুর রহমান, গোলাম নবী শাহীন, ইউপি সদস্য গোবিন্দ চন্দ প্রামাণিক ও টিভিএস অটোর ডিলার আলমগীর হোসেন।

সভা শেষে বনগ্রাম, নাওভাঙ্গা ও রাজপাট গ্রামের বিভিন্ন সড়কের দুই পাশে, হাট-বাজারসহ পতিত জমিতে ১০ হাজার তালবীজ রোপন করা হয়।

আয়োজক আলমগীর হোসেন জানান, জলবায়ু পরিবর্তনের ফলে দেশে প্রাকৃতিক দুর্যোগে জীবনহানি বেড়েছে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা ও ব্রজপাত প্রতিরোধে তিন গ্রামে ১০ হাজার তালবীজ রোপন করা হয়েছে। প্রকৃতিকে আরো সুন্দর করতে বৃক্ষরোপন কার্যক্রম অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হবে যেসব অঞ্চলে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা