মান্দায় ২০০ পরিবারে খাদ্য সহায়তা

মান্দা (নওগাঁ) প্রতিনিধি, ঢাকাটাইমস
| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪ | প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২০, ২১:২১

নওগাঁর মান্দায় করোনাকালিন পরিস্থিতিতে কর্মহীন হয়ে পড়া দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছে বেসরকারি সংস্থা সিসিডিবি। মঙ্গলবার বেলা ১১টার দিকে এ উপলক্ষে সংস্থার বিজয়পুরস্থ কার্যালয়ে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল হালিম।

সিসিডিবির এরিয়া ম্যানেজার দরকা সেনের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন কুসুম্বা ইউনিয়নের চেয়ারম্যান নওফেল আলী মন্ডল ও মান্দা প্রেস ক্লাবের সভাপতি নজরুল ইসলাম।

সিসিডিবির সিনিয়র প্রোগ্রাম অফিসার কাওছার আল মামুনের সঞ্চালনায় সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন হিসাব রক্ষণ কর্মকর্তা ম্যাক মোহন মন্ডল, প্রশিক্ষক হালিমা খানম, সমাজ সংগঠক দিপিকা মান্ড্রী, এলিজাবেথ সুতপা চৌধুরী প্রমুখ।

শেষে সংস্থার পক্ষ থেকে ২০৩ পরিবারের মাঝে চাল, ডাল, ভোজ্যতেল, লবন ও সাবান বিতরণ করা হয়।

(ঢাকাটাইমস/৮সেপ্টেম্বর/কেএম)

সংবাদটি শেয়ার করুন

বাংলাদেশ বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

শিরোনাম :