জামালপুরে অরাজনৈতিকদের নিয়ে ছাত্রদল কমিটি গঠনের প্রতিবাদ

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৪ সেপ্টেম্বর ২০২০, ১৭:৪১
অ- অ+

জামালপুরের দেওয়ানগঞ্জে অরাজনৈতিক ব্যাক্তিদের নিয়ে ছাত্রদল কমিটি গঠনের প্রতিবাদে সংবাদ সম্মেলন হয়েছে। সোমবার দুপুর ১২টায় জামালপুর প্রেসক্লাবের সভাকক্ষে দেওয়ানগঞ্জ উপজেলা, পৌর ও কলেজ ছাত্রদলের ব্যানারে এই সংবাদ সম্মেলন হয়।

সম্মেলনে নেতাকর্মীদের পক্ষে লিখিত বক্তব্য পাঠ করেন দেওয়ানগঞ্জ উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মানিক মিয়া।

বক্তব্যে তিনি জানান, সম্প্রতি উপজেলার বিভিন্ন ইউনিটের ছাত্রদলের নতুন কমিটি গঠন করা হয়। এতে ত্যাগী, যোগ্য ও নিপীরিত নেতাকর্মীদের বাদ দিয়ে অরাজনৈতিক, অসেচতন, বিবাহিত ও অছাত্রদের নেওয়া হয়েছে। এর ফলে দলের সকল নেতাকর্মীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। তিনিসহ দলের অন্যান্য নেতাকর্মী এসব কমিটি বিলুপ্ত ঘোষণা করে পুনরায় নতুন কমিটি গঠনের আবেদন জানান। তা না হলে নতুন কমিটিকে প্রতিহত করার হুমকি দেন তিনি।

এছাড়াও সংবাদ সম্মেলনে দেওয়ানগঞ্জ পৌর বিএনপির সাবেক আহ্বায়ক মনসুরুল হক মঞ্জু, থানা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আনিসুল হক ফারুক ও উপজেলা বিএনপির ছাত্র বিষয়ক সম্পাদক মাসুদ হাবিব ও সাধারণ সম্পাদক বাবু শ্যামল চন্দ্র বক্তব্য দেন।

(ঢাকাটাইমস/১৪সেপ্টেম্বর/পিএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা