আসাদকে হত্যার আকাঙ্ক্ষা ট্রাম্পের; যুক্তরাষ্ট্রকে দুর্বৃত্ত রাষ্ট্র বলল সিরিয়া

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর ২০২০, ১১:১২
অ- অ+

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করার আকাঙ্ক্ষা পোষণ করেছিলেন বলে যে বক্তব্য দিয়েছেন তার কঠোর নিন্দা জানিয়েছে দামেস্ক।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, এই আকাঙ্ক্ষার মধ্যদিয়ে ট্রাম্প পরিষ্কার করেছেন যে, ওয়াশিংটনের কর্মকাণ্ড নিতান্তই সন্ত্রাসী গোষ্ঠীগুলোর মতো। খবর পার্সটুডের।

সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় ওই বিবৃতিতে আরো বলেছে, ট্রাম্পের সাম্প্রতিক বক্তব্য একথা নিশ্চিত করে যে, আমেরিকা হচ্ছে একটি দুর্বৃত্ত রাষ্ট্র।

মঙ্গলবার মার্কিন টেলিভিশন চ্যানেল ফক্স নিউজের মর্নিং শো 'ফক্স অ্যান্ড ফ্রেন্ডস' অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প সরাসরি বলেন, ২০১৭ সালে তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন কিন্তু সে সময়কার মার্কিন প্রতিরক্ষামন্ত্রী জিম ম্যাটিস এ পরিকল্পনার বিরোধিতা করেন।

ট্রাম্পের এই বক্তব্যের প্রতিক্রিয়ায় সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, সন্ত্রাসীরা যেমন হত্যা ও গুমের কৌশল অবলম্বন করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও সন্ত্রাসী গোষ্ঠীগুলোর সেই নীতি অনুসরণ করতে চেয়েছেন।

২০১৮ সালে ডোনাল্ড ট্রাম্প অস্বীকার করেছিলেন যে, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যা করতে চেয়েছিলেন। কিন্তু মঙ্গলবার ভিন্ন কথা বললেন। এর মাধ্যমে এটাও প্রমাণিত হয় যে, তিনি সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল-আসাদকে হত্যার ব্যাপারে মিথ্যার আশ্রয় নিয়েছেন।

ঢাকা টাইমস/১৭সেপ্টেম্বর/একে

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
ফিলিস্তিনকে স্বীকৃতি দিন এখনই, ৬০ ব্রিটিশ এমপির খোলা চিঠি
গোসলের পর ওজু করতে হবে কি? ইসলামী বিধান যা বলে
সোহরাওয়ার্দী উদ্যানে বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রথম ঐতিহাসিক সমাবেশ করতে যাচ্ছে
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা