বিরামপুরে ‘পঞ্চগড় এক্সপ্রেস’ লাইনচ্যুত, যোগাযোগ বন্ধ

বিরামপুর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ১৯:৩৮
অ- অ+

দিনাজপুরের বিরামপুর উপজেলার ঢেলুপাড়া নামক স্থানে শনিবার বিকালে ঢাকাগামী পঞ্চগড় একপ্রেস ট্রেনটি লাইনচ্যুত হয়েছে। এতে উত্তরাঞ্চলের সব ট্রেন চলাচল বন্ধ রয়েছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

বিরামপুর রেলস্টেশন মাস্টার মিজানুর রহমান জানান, গত কয়েকদিন ধরে রেললাইনের মেরামত কাজ চলছিল। শনিবার বিকাল পৌনে পাঁচটায় ঢেলুপাড়া নামক স্থানে পার্বতীপুর স্টেশন থেকে ছেড়ে আসা ঢাকাগামী পঞ্চগড় এক্সপ্রেসের দুটি বগি লাইনচ্যুত হয়।

সরেজমিনে গিয়ে দেখা যায়, ট্রেনটির ঘ বগির পেছনের দুটি চাকা ও গ বগি (তাপানুকূল) সামনে দুটি চাকা রেললাইন থেকে বেরিয়ে গেছে। ট্রেনটির ইঞ্জিনসহ সামনে আটটি বগি হিলি রেলওয়ে স্টেশনে নেয়া হয়েছে।

ট্রেন চলাচল বন্ধ হয়ে যাওয়ায় এই রুটের যাত্রীরা ভোগান্তিতে পড়েছেন।

বিরামপুর রেলস্টেশন সূত্রে জানা যায়, ট্রেনটি উদ্ধারের জন্য পার্বতীপুর রেলওয়ে জংশন থেকে একটি রিলিফ ট্রেন আসছে। এই রুটে রেল যোগাযোগ স্বাভাবিক হতে কিছুটা সময় লাগবে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/জেবি)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা