গফরগাঁওয়ে ইমামকে গলা কেটে হত্যা

গফরগাঁও (ময়মনসিংহ) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১৯ সেপ্টেম্বর ২০২০, ২২:৪২
অ- অ+

মসজিদ থেকে এশার নামাজের ইমামতি শেষে বাড়ি ফেরার পথে ময়মনসিংহের গফরগাঁওয়ে হাফেজ মাওলানা আজিম উদ্দিনকে গলা কেটে হত্যা করেছে অজ্ঞাত দুর্বৃত্তরা। উপজেলার পাগলা থানার বেলদিয়া গ্রামে শনিবার রাতে এশার নামাজ শেষে এ ঘটনা ঘটে।

নিহত ইমাম মাওলানা আজিম উদ্দিন বেলদিয়া গ্রামের মৃত শেখ মজরত আলীর ছেলে। তিনি গত ২০ বছর ধরে সাধুয়া জামে মসজিদের ইমাম হিসেবে দায়িত্ব পালন করছেন।

এলাকাবাসী, থানা পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা গেছে, হাফেজ মাওলানা আজিম উদ্দিন প্রতিদিনের মতো সাধুয়া জামে মসজিদে এশার নামাজের ইমামতি শেষে রাত সোয়া ৮টার দিকে বাড়ি ফিরছিলেন। সাধুয়া-নিগুয়ারি খালের পাশে সাধুয়া মার্কেটের নিকটে অজ্ঞাতনামা দুর্বত্তরা তার গলা কেটে হত্যার পর ফেলে রেখে যায়।

নিহতের শরীরের বিভিন্ন স্থানে আরো আরও পাঁচ-ছয়টি ধারোলো অস্ত্রের আঘাত আছে। পথচারীরা দেখতে পেয়ে চিৎকার করলে এলাকাবাসী উপস্থিত হয়ে পাগলা থানা পুলিশকে খবর দেয়।

নিহতের স্ত্রী বিলকিস বেগম জানান, তার স্বামী সাদাসিদা মানুষ, কোনো শত্রু নাই। কারা কেন এই খুন করল জানেন না।

পাগলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওসি শাহীনুজ্জামান খান বলেন, দুর্গম এলাকা। পাগলা থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়েছে। খুনের রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।

(ঢাকাটাইমস/১৯সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা