চেয়ারম্যানের বিচার চান এলাকাবাসী

নড়াইল প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:২৬| আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২০, ১১:৪৪
অ- অ+

নড়াইলের বিছালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এস এম আনিসুল ইসলামের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগে মানববন্ধন করেছেন এলাকাবাসী। সোমবার বিকালে মির্জাপুর এলাকায় এ মানববন্ধন হয়। মানববন্ধনে এলাকার শতাধিক নারী-পুরুষ অংশগ্রহণ করে চেয়ারম্যানের বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম ও অপকর্মের অভিযোগ এনে তার বিচার দাবি করেছেন।

এ সময় বক্তব্য দেন মির্জাপুর এলাকার হাফেজ মাওলানা রুবেল আহম্মেদ, সাহেব আলী, কওসার মোল্যা, এনায়েত গাজী, বখতিয়ার মোল্যা, ছালাম শেখ, ইনছার আলী মোল্যা, অলেকা বেগম, জেসমিন বেগম, সাথী খানম প্রমুখ।

বক্তারা বলেন, নড়াইল সদর উপজেলার বিছালী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আনিসুল ইসলাম ও তার লোকজন ক্ষমতার অপব্যবহার করে নিরীহ মানুষকে জিম্মি করে তাদের স্বাক্ষর নিয়ে মির্জাপুর গ্রামের সমাজসেবক বেনজির হোসেনসহ এলাকার কয়েক ব্যক্তির বিরুদ্ধে বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করেছেন। বয়স্ক, প্রতিবন্ধী ও বিধবা-ভাতার কার্ডসহ ইউনিয়ন পরিষদের বিভিন্ন বরাদ্দে অনিয়মেরও অভিযোগ করেন তারা।

হাফেজ মাওলানা রুবেল আহম্মেদ বলেন, চেয়ারম্যান ও তার লোকজনের ভয়ে আমরা স্থানীয় মির্জাপুর বাজারে যেতে পারি না। মির্জাপুর গ্রামের কওসার মোল্যা বলেন, চেয়ারম্যানকে ৫০ হাজার টাকা চাঁদা দিতে হয়েছে। আমার কাছে আরও দুই লাখ টাকা দাবি করা হয়েছে।

এ ব্যাপারে বিছালী ইউপি চেয়ারম্যান এস এম আনিসুল ইসলামের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/কেএম)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
শেখ মুজিবের মুক্তিযোদ্ধা স্বীকৃতি বহাল রেখে সংশোধিত খসড়া উঠছে উপদেষ্টা পরিষদে
ঘুষ কম দেওয়ায় সেবাগ্রহিতার মাথা ফাটালেন অফিস সহকারী
এস আলম গ্রুপের অপকর্মের সহযোগী সাবেক জামায়াত নেতা ফখরুলের বিএনপির মনোনয়ন বাসনা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের চার নেতার বিরুদ্ধে ধর্ষণ হুমকির মামলা!
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা