চোখের জলে বার্সেলোনা ছাড়লেন সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪

একটা সময় এমএসএন-কে বলা হত ফুটবল ইতিহাসের সেরা। এমএসএন অর্থাৎ মেসি, সুয়ারেজ, নেইমার। সেই ত্রিফলা ভেঙেছে অনেকদিন আগেই। নেইমার বার্সেলোনা ছেড়ে চলে যাওয়ার পর। এরপর মেসির বার্সা ছেড়ে যাওয়ার খবরও প্রায় পাকা ছিল। কিন্তু শেষমেশ মেসি বার্সেলোনাতেই থাকছেন।

কিন্তু সুয়ারেজকে রাখল না বার্সা। তাঁকে কার্যত তাড়িয়ে দেওয়া হল বার্সেলোনা থেকে। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে বায়ার্নের কাছে ৮-২ গোলে লজ্জার হারের পর থেকেই নড়চড়ে বসেছে বার্সার কর্তৃপক্ষ। রোনাল্ড কোম্যানকে নতুন কোচ হিসাবে নিয়োগ করা হয়েছে। তাঁকে দল গড়ার ক্ষেত্রে পুর্ণ স্বাধীনতা দেওয়া হয়েছে। আর সেই কোম্যান ক্লাব কর্তৃপক্ষকে জানিয়ে দিয়েছেন, তাঁর পরিকল্পনায় সুয়ারেজ নেই।

সুয়ারেজ বলেছিলেন, দরকার হলে তিনি সাইড বেঞ্চে বসে থাকবেন। তবুও বার্সায় থাকতে চান। কিন্তু তাতেও বার্সা তাঁকে রাখতে চাইল না। বার্সার তরফে জানিয়ে দেওয়া হয়, সুরায়েজের চুক্তির এক বছর বাকি থাকলেও ফ্রি ট্রান্সফারে তিনি যে কোনও দলে যেতে পারেন। এর পর শোনা গিয়েছিল, জুভেন্টাসে রোনালদোর সঙ্গে জুটি বাঁধবেন তিনি। কিন্তু শেষ পর্যন্ত সাত মিলিয়ন ডলারে অ্যাতলেটিকো মাদ্রিদে যোগ দিলেন উরুগুয়ের স্ট্রাইকার। অ্যাতলেটিকো কোচ দিয়েগো সিমিওনে নাকি সুয়ারেজকে দলে চেয়েছেন বলে শোনা যাচ্ছে। ছয়টি মৌসুম বার্সার জার্সিতে খেলেছেন সুয়ারেজ। তাই বিদায়বেলায় চোখের জল ধরে রাখতে পারেননি সুয়ারেজ। ন্যু ক্যাম্পের সদর দরজা দিয়ে বের হওয়ার সময় কারো সঙ্গে কোনো কথা বললেন না তিনি। গাড়ি চেপে হুশ করে বেরিয়ে গেলেন। শুধু দেখা গেল, তাঁর চোখে জল চিকচিক করছে।

বার্সার হয়ে ১৩টি শিরোপা জিতেছেন সুয়ারেজ। বার্সেলোনার জার্সিতে সুয়ারেজ তৃতীয় সর্বোচ্চ স্কোরার। লিওনেল মেসি (৬৩৪) এবং সিজার রদ্রিগেজের (২৩২) পর। সেই তাঁর সঙ্গেই এমন ব্যবহার করল বার্সা। মেনে নিতে পারছেন না সুয়ারেজ। ইতিমধ্যে ইভান রাকিটিচও সেভিয়ায় যোগ দিয়েছেন। বার্সা ছেড়েছেন উমতিতিও।

(ঢাকাটাইমস/২৪ সেপ্টেম্বর/এসইউএল)

সংবাদটি শেয়ার করুন

খেলাধুলা বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

খেলাধুলা এর সর্বশেষ

এই বিভাগের সব খবর

শিরোনাম :