বরিশালে স্কুলছাত্রের ঘুষিতে প্রাণ গেল গাড়িচালকের

বরিশাল ব্যুরো, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৪ সেপ্টেম্বর ২০২০, ২২:১৫
অ- অ+

বরিশাল নগরীর কাউনিয়ায় স্কুলপড়ুয়া কিশোরের এক ঘুষিতে প্রাণ হারিয়েছেন ৪২ বছর বয়সী এক গাড়িচালক। এই ঘটনায় স্থানীয় জনতা অভিযুক্ত ওই কিশোরকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৫টার দিকে বরিশাল সিটি কর্পোরেশনের ৩ নম্বর ওয়ার্ডস্থ মৃধা বাড়ি সংলগ্ন এই ঘটনা ঘটে।

এই ঘটনায় নিহত হেলাল উদ্দিন কল্পনা একই ওয়ার্ডের মৃধা বাড়ির বাসিন্দা। তিনি বরিশালে অমৃত ফুট প্রডাক্টস-এর গাড়িচালক ছিলেন।

এছাড়া আটক কিশোর সাকিব স্থানীয় কামাল উদ্দিনের বাড়ির ভাড়াটিয়া নুরুজ্জামানের ছেলে। সে স্থানীয় একটি মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্র।

প্রত্যক্ষদর্শী এবং পুলিশ জানিয়েছে, তুচ্ছ ঘটনা নিয়ে সাকিব ও হেলাল উদ্দিনের মধ্যে কথা কাটাকাটি হয়। এসময় সাকিব ক্ষুব্ধ হয়ে হেলালের মাথায় ঘুষি মারে। এতে জ্ঞান হারিয়ে রাস্তায় লুটে পড়েন গাড়িচালক হেলাল উদ্দিন। পরে স্থানীয়রা তাকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

বরিশাল মেট্রোপলিটন কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) ছগির হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেন। বলেন, মৃতদেহ ময়নাতদন্তের জন্য শেবাচিম হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তাছাড়া ঘটনার পরপরই অভিযুক্ত কিশোরকে স্থানীয়রা আটক করে থানায় খবর দেয়। পুলিশ ওই কিশোরকে আটক করে।

তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত এই ঘটনায় কোন মামলা হয়নি বলে জানান ওসি।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গরমে শরীর ঠান্ডা রাখতে কোন পাত্রে পানি পান করা সবচেয়ে স্বাস্থ্যকর
গাজায় ৬০ দিনের যুদ্ধবিরতিতে সম্মত ইসরাইল, স্থায়ী শান্তিতে উদ্যোগী ট্রাম্প
সরকারি অনুদান পাচ্ছে ৩২ চলচ্চিত্র, তালিকা প্রকাশ
ঢাকায় সৌদি আরবের নতুন রাষ্ট্রদূত
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা