দক্ষিণ আফ্রিকার ব্যাপারে আশাবাদী পিসিবি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ সেপ্টেম্বর ২০২০, ২০:৩৯
অ- অ+

দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দল পাকিস্তান সফর করবে বলে আশাবাদি পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। এক বিবৃতিতে এমন আশাবাদ ব্যক্ত করেছেন পিসিবি’র প্রধান নির্বাহী ওয়াসিম খান।

আইসিসির ফিউচার ট্যুর প্রোগ্রাম(এফটিপি)অনুযায়ী আগামী জানুয়ারিতে পাকিস্তানে সফরের কথা রয়েছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট দলের। সিরিজে দু’টি টেস্ট ও তিনটি টি-টুয়েন্টি খেলার কথা দু’দলের।

স্থানীয় সংবাদমাধ্যমকে ওয়াসিম বলেন, ‘২০২১ সালের জানুয়ারিতে পাকিস্তান সফর করবে দক্ষিণ আফ্রিকা দল। সিরিজটি নিয়ে আমরা আশাবাদি। মার্চে দক্ষিণ আফ্রিকায় আমরা ফিরতি সফর করতে চাই। আগামী মাসে আমাদের দক্ষিণ আফ্রিকা সফরের কথা রয়েছে। কিন্তু সেটি এখন অনিশ্চিত। তবে তিন ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ খেলতে আগামী মার্চে সফরে যেতে আগ্রহী আমরা। সফরের বিষয়ে আমাদের পরিকল্পনা দক্ষিণ আফ্রিকাকে জানানো হয়েছে। এখনো আলোচনা চলছে, কিছুই চূড়ান্ত হয়নি।’

করোনাভাইরাসের কারনে দক্ষিণ আফ্রিকা দলের পাকিস্তান সফরও অনিশ্চিত। তবে আলোচনা চলছে। স্বাস্থ্যবিধি মেনে ও জৈব-সুরক্ষা পরিবেশে সিরিজ আয়োজন করতে মরিয়া পিসিবি।

এদিকে, অক্টোবরের শেষে পাকিস্তানে আন্তর্জাতিক ক্রিকেট ফিরছে। জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টুয়েন্টি সিরিজ আয়োজন করেছে পিসিবি। ৩০ অক্টোবর থেকে ওয়ানডে ও ৭ নভেম্বর থেকে টি-টুয়েন্টি সিরিজ শুরু হবে।

(ঢাকাটাইমস/২৭ সেপ্টেম্বর/এআইএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ফেসবুকে লাভজনক বিনিয়োগের প্রলোভন, শতাধিক মানুষকে ঠকিয়েছে নাইজেরিয়ান চক্রটি
সোনার দাম ভরিতে কমল ১৫৭৫ টাকা
কুমিল্লা সীমান্তে অর্ধ কোটি টাকার ভারতীয় শাড়ি জব্দ
মিরপুরে বাসায় ঢুকে চাঁদাবাজি, গ্রেপ্তার ৪
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা