সেরাটা এখনো বাকি: মেসি

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস
  প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২১:২৪
অ- অ+

বার্সেলোনা ছাড়া নিয়ে যা কিছু ঘটেছে তার সবকিছুর সমাপ্তি ঘটিয়ে সবাইকে একত্রিত হওয়ার আহ্বান জানিয়েছেন দলটির আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি।

স্প্যানিশ দৈনিক স্পোর্তের সঙ্গে সাক্ষাৎকারে মহাতারকা লিওনেল মেসি বলেছেন, ওই সময় যা কিছু করেছেন কিংবা বলেছেন সেটা বার্সেলোনার ভালোর জন্যই করেছেন এবং বলেছেন। মঙ্গলবার তার সাক্ষাৎকারের আংশ বিশেষ প্রকাশিত হয়েছে।

মেসি বলেছেন, ‘এতদিন যা কিছু ঘটেছে সেসব কিছুতে আমি ইতি টানতে চাই। আমি বার্সার সকল সদস্য ও সমর্থককে একটা বার্তা দিতে চেয়েছিলাম। যদি এক মুহূর্তের জন্যও তাদের কেউ আমার কোন কথায় বা কাজে বিরক্ত বোধ করে থাকেন, তাহলে নিঃসন্দেহে এটা ভেবে নেবেন, যা কিছুই আমি করেছি, তা সব সময় ক্লাবের সর্বোচ্চ স্বার্থের ভাবনা মাথায় রেখেই করেছি।’

মেসি বলেন, ‘আমি এতদিন যা কিছু বলেছি এবং করেছি তার সম্পূর্ণ দায়ভার আমি নিচ্ছি। আর আমার সকল ভুল আমি স্বীকার করে নিচ্ছি। আমি যদি কোনো ভুল করে থাকি তাহলে সেটা বার্সেলোনার জন্যই করেছি। আমাদের অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে এবং মনে রাখতে হবে সেরাটা এখনো বাকি।’

গত শুক্রবার সুয়ারেজের বিদায়ের ঘটনা নিয়ে সমালোচনা করে মেসি বলেছিলেন, ‘এখন কোন কিছুই আর আমাকে বিস্মিত করে না।’ এখন ঐক্যের ডাক দেয়া মেসি বলেন, ‘রোমাঞ্চ আর প্রেরণার সঙ্গে একাগ্রতা যোগ হলেই শুধু আমরা লক্ষ্য অর্জন করতে পারব। সব সময় আমাদের একতাবদ্ধ হয়ে থাকতে হবে, একই দিকে এগিয়ে যেতে হবে।’

(ঢাকাটাইমস/৩০ সেপ্টেম্বর/এসইউএল)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাজা মওকুফে আরও ২৯ বন্দির মুক্তি: ২০২৫ সালে মোট মুক্ত ১০৭ জন
আবু সাঈদ হত্যা ও ছয় মরদেহ পোড়ানোর মামলার আসামিরা ট্রাইব্যুনালে হাজির
প্রথম প্রেমের স্পর্শ: পাঠকের উদ্দেশ্যে লেখকের বার্তা
কাশিয়ানীতে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা