ওয়াসা এমডি’র নিয়োগ প্রক্রিয়া নিয়ে করা রিট অপরিপক্ক: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
 | প্রকাশিত : ৩০ সেপ্টেম্বর ২০২০, ২২:০৪

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক হিসেবে প্রকৌশলী তাকসিম এ খানকে পুনরায় নিয়োগের প্রক্রিয়ার বৈধতা চ্যালেঞ্জ করে করা রিট অপরিপক্ক বলে উল্লেখ করেছেন হাইকোর্ট।

বুধবার বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মো. খায়রুল আলমের বেঞ্চে এ রিটের শুনানি হয়।

আদালত বলেন, ‘প্রস্তাব তো সরকার এখনো অনুমোদন করেনি। এখনই এ রিট ইমম্যাচিউর (অপরিপক্ক)।’

আদালত আরও বলেন, এখানে সভা আহবানের বিষয়টি রিটকারী সাপ্রেস (গোপন করা) করে গিয়েছেন। ওয়াসা আইন ১১ (৩) ধারা মোতাবেক ব্যবস্থাপনা পরিচালক সভা আহ্বান করতে পারেন।

এসময় রিট আবেদনকারীর আইনজীবী বিষয়টি এক সপ্তাহ মূলতবি রাখার আবেদন জানালে আদালত তা মঞ্জুর করেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নুর-উস সাদিক চৌধুরী। গতকাল শুনানিতে কাজল বলেন, সংবিধানের ২৯(১) এ বলা হয়েছে, সরকারি পদে সমান সুযোগ থাকতে হবে। কিন্তু এখানে সমান সুযোগ দেওয়া হয়নি। একজনকে বার বার নিয়োগ দিচ্ছে।

কাজল আরও বলেন, ওয়াসার আইনে বলা আছে, কোনো ধরনের মিটিং ডাকতে গেলে চেয়ারম্যান বা ভাইস চেয়ারম্যান ডাকবেন। ওয়াসার চেয়ারম্যান মারা গেছেন। এখানে কোনো ভাইস চেয়ারম্যানও নেই। এখানে মিটিং ডেকেছেন সচিব।

রাষ্ট্রপক্ষের আইনজীবী বলেন, আবেদনকারির এ রিট করার লুকাস্ট্যান্ডি (আইনগত অধিকার) নেই। এটি চলেনা। মিটিং ডাকা হয়েছে এমডির নির্দেশে। আর সেটিরও বিধান রয়েছে।

এর আগে গত ২৪ সেপ্টেম্বর ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক পদে তাকসিম এ খানকে পুনর্নিয়োগ প্রস্তাবের বৈধতা চ্যালেঞ্জ করে রিট আবেদন করেন প্রকৌশলী খন্দকার মনজুর মোরসেদ।

ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/কারই/ইএস

সংবাদটি শেয়ার করুন

আদালত বিভাগের সর্বাধিক পঠিত

বিশেষ প্রতিবেদন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা
  • সর্বশেষ
  • সর্বাধিক পঠিত

আদালত এর সর্বশেষ

হলমার্ক কেলেঙ্কারি: তানভীর ও তার স্ত্রীর যাবজ্জীবন

সুপ্রিম কোর্ট বারে মারামারি: নাহিদ সুলতানা যুথীর জামিন শুনতে নতুন বেঞ্চ নির্ধারণ

পি কে হালদারের ১৩ সহযোগীর সাজা বাড়ানোর আবেদন দুদকের

ড. ইউনূসের সাজা ও দণ্ড স্থগিতের আদেশ হাইকোর্টে বাতিল

ড. ইউনূসের দণ্ড স্থগিতের প্রশ্নে আদেশ আজ

মাদক মামলার ২৫ আসামির জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত

মুশতাকের ধর্ষণ মামলা: নতুন করে পিবিআইকে তদন্তের নির্দেশ

সালাম মুর্শেদীর গুলশানের বাড়ি সরকারের সম্পত্তি: হাইকোর্ট

ভিকারুননিসার ১৬৯ শিক্ষার্থীর ভর্তি বাতিল চ্যালেঞ্জ করে আবেদন

তিন যুগ আগের সগিরা মোর্শেদ হত্যা মামলায় ২ আসামির যাবজ্জীবন

এই বিভাগের সব খবর

শিরোনাম :