নৌকায় বেঁধে ডুবিয়ে দেয়া সেই শিশুর লাশ উদ্ধার

মাগুরা প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ১২ অক্টোবর ২০২০, ১১:২৮| আপডেট : ১২ অক্টোবর ২০২০, ১১:৩৬
অ- অ+

মাগুরার বারাশিয়া গ্রামে নৌকায় বেঁধে নদীতে ডুবিয়ে দেয়া শিশু মাহিদের লাশ ঘটনার চারদিন পর উদ্ধার হয়েছে। সদর থানা পুলিশ রবিবার সন্ধ্যায় নবগঙ্গা নদী থেকে শিশুটির গলিত লাশ উদ্ধার করে।

মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান জানান, গত বুধবার শিশু মাহিদের বাবা মজিরুল ইসলাম সদর থানায় ছেলে নিখোঁজের ডায়েরি করেন।

এর আগে গত বৃহস্পতিবার পরিবারের কাছে মুক্তিপণ দাবি করে ফোন এলে পুলিশ ফোনকলের সূত্র ধরে একই গ্রামের প্রতিবেশী আসলামের ছেলে রোহানকে আটক করে। রোহানের স্বীকারোক্তি অনুযায়ী খুলনা থেকে ডুবুরিদল এনে পাশের নবগঙ্গা নদীতে অভিযান চালানো হয়। পরে রবিবার সন্ধ্যায় শিশুটির গলিত লাশ তালের ডোঙ্গার সাথে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করা হয়।

পূর্ব শত্রুতার জের ধরে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড বলে পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে। মামলার প্রস্তুতি চলছে। এখন পর্যন্ত এ ঘটনায় একজনকে আটক করা হয়েছে।

ঢাকাটাইমস/১২ অক্টোবর/কেআর

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঢাকাসহ ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড় ও বজ্রবৃষ্টির পূর্বাভাস
ভেষজ আনারস ক্যানসার প্রতিরোধে সিদ্ধহস্ত, শরীরের ওজনও কমায়
গাজায় ইসরায়েলি হামলায় নিহত আরও ১১০ জন
ড. ফয়জুল হককে বিএনপি থেকে বহিষ্কার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা