ড. নেয়ামত উল্যা ভূঁইয়া’র কবিতা: সাপ-লুডু খেলা

ড. নেয়ামত উল্যা ভূঁইয়া
  প্রকাশিত : ২২ অক্টোবর ২০২০, ০৯:২৯| আপডেট : ২২ অক্টোবর ২০২০, ০৯:৩৫
অ- অ+

হয় তো একেই বলে কপালের ফের,

নিয়তির লক্ষণরেখা নিরাপত্তার ঘের।

ইতিহাসের ঠুনকো উঠোনে ছক এঁকে সাপ-লুডু খেলা খেলে ওরা

চাতুরির সব চাল নাশ হলে কাল-সাপের মুখে পড়ে চাল

আর্তনাদে ধূয়া তুলে বলতে থাকে, ‘ আমাদের মন্দ কপাল ’

মইয়ের ধাপেরা তখন উড়ে যায় চিলের পাখায়

পলকেই একে একে পড়ে ওরা গহন গুহায়।

প্রবচনের পিঠে চেপে তখন নিরুপায় আত্মতুষ্টি,

‘ঢেউ ভাঙ্গে, কূল ভাঙ্গে, ভাঙ্গে কতো মন,

সাপ-লুডু খেলা খেলে নদী ও জীবন।’

অথচ কী তাজ্জব! ওরা ফিনিক্স পাখির মতো

আবার রূপ পায় অবলীলায়

ফেরেবির শেষ দানে শকুনি মামার ছকে বেঁচে-বর্তে যায়

মই বেয়ে তর তর বেগে উঠে এসে

তছনছ করে ফেলে এপার ওপার;

নিয়তির কাঁধে যেনো প্রেতাত্মা সোয়ার।

এ ভাবেই অনুকূল হাওয়ায়

ঘুণপোকা বাসা বাঁধে সেগুনের দেহে

ছারপোকা আস্তানা গড়ে স্বস্তির বিছানায়

শকুনেরা পরিত্যাক্ত ভাগাড়ের কাছে ভিড়ে

বিরুদ্ধ নিয়মে কাকেরা ডিম পাড়ে কোকিলের বাসায়

কাকের কণ্ঠে ফোটে অসুরের আয়াসের কুহু

পরগাছা স্বর্ণলতা বাহারি গোলকধাঁধা ছড়িয়ে

চুপিসারে চুষে খায় মহীরুহ রস

মৌলের শেকড়ে নামে জীবনের ধস।

আগাছার জঞ্জালে নিপাত হয় গাছের আবাদ

বাঘের মাসী বিড়ালকে ধাওয়া করে ন্যাংটি ইঁদুর

সিংহের আয়ত্ত্ব থেকে বনের রাজত্ব কেড়ে নেয় প্রবঞ্চক শেয়াল

চামচিকে সদর্পে বাসা বাঁধে মানব বসতের কোঠায়

ফণিমনসা ভর করে গোলাপের বোঁটায় বোঁটায়।

কেবল নীড়হারা পাখিদের নীড় জোটে না

কূলহারা মাঝিরা তীর পায় না

পথভোলা পথিকের মিলেনা পথের সন্ধান

কক্ষচ্যুত নক্ষত্র খুঁজে পায়না কক্ষপথ

কপাল-পোড়ারা কপালের জোরে হয় না গোপাল

কবিতার বলাকারা ডানা মেলে উড়তে পারে না

অন্তহীন আকাশের সীমানা ছাড়িয়ে,

হাত-পা ছুঁড়ে খেলতে পারে না অঙ্কুরিত নাজুক পাতারা

সকালের সোনা রোদে চোখ মুদে প্রাণ ভরে

নরম রোদের আঁচ নিতে পারে না

লকলকে লাউ ডগা,

পুঁইয়ের মাচায় যেমন-ইচ্ছে লেজ নাচাতে পারে না দুষ্টু দোয়েল।

আসহায় ডিমঅলা মাছগুলো

হা-করা হাঙ্গরের সর্বভুক পেটে চলে যায়,

সময়ের আস্কারা পেয়ে

পালে পালে পঙ্গপাল মাঠের ফসল খেয়ে

হানা দেয় গেরস্থ-গোলায়।

চমকের ঘাড়ে চেপে চমকান্তে আরেক চমক

জহরের দেহ ঢাকে জহুরির অমৃত মোড়ক

খেলারাম খেলে যায় সর্বনাশা শেষ দম তক।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
টয়োটার ব্যবসা হারাচ্ছে নাভানা?
সারজিস বনাম নওশাদ: ভোটে কার পাল্লা ভারি?
মনোহরদীতে চাঁদাবাজি করতে গিয়ে ছাত্রদল নেতা গণধোলাইয়ের শিকার
গণভবন জয় করেছি, এবার জাতীয় সংসদও জয় করব: নাহিদ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা