মা ইলিশ রক্ষায় হেলিকপ্টারে পদ্মায় অভিযান, আটক ৪৫

মাদারীপুর প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৮ অক্টোবর ২০২০, ১৮:৪০| আপডেট : ২৮ অক্টোবর ২০২০, ১৮:৫৬
অ- অ+

মা ইলিশ মাছ রক্ষায় মাদারীপুরের শিবচর সংলগ্ন পদ্মা নদীসহ মুন্সীগঞ্জ, শরীয়তপুর অংশের নদীতে সাড়াশি অভিযান চালিয়েছে প্রশাসন। রাতভর চলা এই অভিযানের নেতৃত্ব দেন মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন। জেলা প্রশাসনের অনুরোধে অভিযানে আকাশে হেলিকপ্টার নিয়ে টহল দেয় বিমান বাহিনীর হেলিকপ্টার। এছাড়াও অভিযানে বিপুলসংখ্যক পুলিশ সদস্য, ম্যাজিস্ট্রেট অংশ নেন।

মঙ্গলবার রাত ৯টা থেকে রাত ৩টা পর্যন্ত এ অভিযান চলে।

জানা যায়, মা ইলিশ রক্ষায় তিনটি ভাগে ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পদ্মায় অভিযান চলছে। এদিন মা ইলিশ ধরায় ৪৫ জেলেক আটক করা হয়। ধ্বংস করা হয় বিপুলসংখ্যক জাল। জব্দ ইলিশ বিতরণ করা হয় এতিমখানায়।

অভিযানে আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক সানজিদা খানম, শিবচর উপজেলা নির্বাহী কর্মকর্তা আসাদুজ্জামান, সিনিয়র সহকারী পুলিশ সুপার আবির হোসেন, জেলা মৎস্য কর্মকর্তা রিপন ঘোষ, শিবচর থানার ওসি আবুল কালাম আজাদসহ পুলিশের একাধিক টিম।

মাদারীপুর জেলা প্রশাসক ড. রহিমা খাতুন বলেন, মা ইলিশ রক্ষায় শিবচর সংলগ্ন পদ্মা নদীতে সাড়াশি অভিযান চলছে। আমাদের অনুরোধে এ দিন বিমান বাহিনীর হেলিকপ্টারও অংশ নেয়। সাড়াশি অভিযানে নদীতে মাছ শিকারিদের সংখ্যা কমে এসেছে। অভিযান তিনটি ভাগে প্রতিদিন অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/এলএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন

মন্তব্য করুন

শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
"হাতে হারিকেন ধরিয়ে জাহান্নামে পাঠানো হবে!" — চাঁদাবাজি নিয়ে পুলিশ কর্মকর্তার হুঁশিয়ারি
মিডফোর্ডের ঘটনায় ব্যবস্থা নেওয়ার পরও বিএনপিকে দায় চাপানো অপরাজনীতি: সালাহউদ্দিন
মিডফোর্টে পাথর মেরে হত্যা আইয়ামে জাহেলিয়াতকেও হার মানিয়েছে: জামায়াত
মিটফোর্ড হত্যার দৃষ্টান্তমূলক শাস্তি দাবি বিএনপি মহাসচিবের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা